বাংলায় বিজেপির কোনও স্থান নেই, আমাদের আন্দোলন চলবে: সুজিত বসু
https://parstoday.ir/bn/news/india-i133282-বাংলায়_বিজেপির_কোনও_স্থান_নেই_আমাদের_আন্দোলন_চলবে_সুজিত_বসু
পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু বিজেপিকে টার্গেট করে ‘আমাদের আন্দোলন চলবে। এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই’ বলে মন্তব্য করেছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৪ ১৮:৪১ Asia/Dhaka
  • সুজিত বসু
    সুজিত বসু

পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু বিজেপিকে টার্গেট করে ‘আমাদের আন্দোলন চলবে। এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই’ বলে মন্তব্য করেছেন।

গতকাল (শুক্রবার) সকাল ৭টা নাগাদ কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে চলে ইডি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এই অভিযান চলে। এ সময়ে  পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা। অবশেষে রাত পৌনে ৯টা নাগাদ মন্ত্রী সুজিত বাবুর মোবাইল ফোন ও কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান ইডি কর্মকর্তারা। 

এদিন রাতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী সুজিত বসু বিজেপি নেতৃত্ব বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমালোচনায় সোচ্চার হন। তীব্র কটাক্ষ করে মন্ত্রী সুজিত বসু বলেন, ‘এসব গাড়লগুলো যতদিন বিজেপিতে থাকবে বিজেপি কোনোদিন বাংলায় দাঁড়াতে পারবে না। কারণ, বাংলার মানুষ এই বিজেপি নেতাদের পছন্দ করে না। বিজেপির সব লোক খারাপ আমি বলবো না। কিন্তু সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি এই দু’জন- যারা   পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত পর্যন্ত। ঘ্যা-ঘ্যা করে। (শুভেন্দু) আজকে দিদিকে (মুখ্যমন্ত্রী মমতা) চোর বলছে! সুজিত বসুকে চোর বলছে! কিন্তু ও আয়নায় নিজের মুখ দেখুক, কোথায় ও মানুষের কাছে গেছে। এর জবাব আমরা রাজনৈতিকভাবে দেবো।’

দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ‘বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দলন চলবে। তার কারণ, আমরা মনে করি এই বাংলায় বিজেপির কোনও স্থান নেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন গত নির্বাচনে। ‘খেলা হবে’ শ্লোগান দিয়ে তিনি রাস্তায় নেমেছিলেন। সরকার  গড়ার ক্ষেত্রে ২১৩ টা আসন দিয়ে রাজ্যের মানুষ আমাদের জয়ী করেছেন।’

প্রসঙ্গত, ইডি তল্লাশি অভিযান চালানোর সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ৭০টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা দুর্নীতিতে যুক্ত। এরা এবার ‘ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন’ বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু  অধিকারী। এভাবে সুজিত বসুকে গ্রেফতার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। একইভাবে তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য  বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, একটা সময় সুজিত বসু রোল বিক্রি করতেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে  সুজিত বাবু বলেন, হ্যাঁ আমি রোল বিক্রি করতাম। গর্বের সঙ্গে বিক্রি করতাম। কিন্তু কারও পকেট কাটতাম না। চুরি করতাম না। আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন। নিজেই তো বলেছেন। নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন!   

দমকল মন্ত্রী সুজিত বসু আরও বলেন, তার বিরুদ্ধে যদি টাকা নেওয়ার অভিযোগ ওঠে তিনি আজই ইস্তফা দিতে তৈরি আছেন। একই সঙ্গে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেন, ওর চেয়ে বড় চোর পশ্চিমবঙ্গে আর নেই। রাজ্যে মন্ত্রী থাকাকালীন উনি কী কী অপকীর্তি করেছে সব জানি।  আমাদের সরকার বলে দিদি (মমতা) ওকে ছেড়ে দিয়েছে। কিন্তু  কখনও ওকে ছাড়া উচিত নয়। ওকে গ্রেফতার করা উচিত’ বলেও মন্তব্য করেন রাজ্যের দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।