পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার ভয়াবহ সমস্যা রয়েছে: অনুরাগ ঠাকুর
‘বিদ্বেষী বক্তব্যের জন্য ওনার জেলে থাকা উচিত’: পাল্টা জবাব শশী পাঁজার
-
শশী পাঁজা
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ব্যবস্থার ভয়াবহ সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন।
তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় পৌঁছে ওই মন্তব্য করেন। সম্প্রতি রাজ্যের সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাসায় ঢোকার চেষ্টা করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কর্মকর্তারা মারমুখী জনতার রোষের মুখে পড়েন। এরফলে তদন্তকারী সংস্থার কয়েকজন আহত হন। সেই ঘটনার প্রতি ইঙ্গিত করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, যদি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত হয়, তাহলে ইডির টিমের উপরেও হামলা হচ্ছে। মারধর করা হচ্ছে। মাথা ফাটানো হচ্ছে।
তার অভিযোগ- দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গের সরকার। নিজের মন্ত্রী-এমপি-বিধায়কদের উপর কী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই? তিনি কি লুটের জন্য ছাড় দিয়ে রেখেছেন? নাকি তার কথা তার দলের লোকেরা শোনে না? লুটের বিরুদ্ধে তদন্ত হলে, তদন্তকারী কর্মকর্তাদের উপর তার দলের গুন্ডা, নেতারা আক্রমণ চালায়। এটা গোটা দেশে আর কোথাও হয় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া-এমনই অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের।
তার এধরণের মন্তব্য প্রকাশ্যে আসতেই মাঠে নেমেছে রাজ্যে শাসক দল তৃণমূলের নেতা-মন্ত্রীরা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে, বাংলায় কোনো আইনশৃঙ্খলা নেই! ভাবুন! তিনি দিল্লিতে মন্ত্রী হিসেবে দিল্লিতে প্রচারের সময়ে বলেছিলেন, গোলি মারো...দেশের গাদ্দারদের। উনি ঘৃণার বক্তব্য রাখেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে টার্গেট করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আরও বলেন, ‘আপনি যে বক্তব্য রাখেন সেজন্য তো জেলে থাকা উচিত। আর আপনি আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছেন!’
অন্যদিকে, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ না করলে বিজেপির ভাত হজম হবে না। কারণ তৃণমূল কংগ্রেসই একমাত্র বিজেপির গলার কাঁটা। কারণ, এই বাংলায় যারা বিজেপিকে রুখে দিয়েছে বা রুখে দেবে তার নাম তৃণমূল কংগ্রেস। সেই কারণে তারা শয়নে-স্বপনে তারা তৃণমূল ফোবিয়ায় ভোগে। বাস্তবটা তিনি নিজেও খুব ভালো জানেন যে বিজেপিশাসিত রাজ্যগুলোতে আইনশৃঙ্খলার কী অবস্থা।’
তিনি আরও বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বার বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, বিজেপিশাসিত রাজ্যগুলোর থেকে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারে আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো রয়েছে। এই তথ্য জেনেও শুধুমাত্র মিথ্যে তথ্য প্রচার করার জন্য তৃণমূল আতঙ্ক থেকে তারা এধরণের কথা বলছে। এসময়ে তিনি বিজেপিশাসিত মণিপুরের আইনশৃঙ্খলার চরম অবনতির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে নীরব কেন সেই প্রশ্নও করেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।