বিজেপিকে সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i133408-বিজেপিকে_সবচেয়ে_বড়_চোর_বলে_কটাক্ষ_করলেন_মমতা_বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপিকে সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় নবান্নে ওই মন্তব্য করেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৪ ১৮:১৪ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপিকে সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় নবান্নে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর-চোর-চোর। কিন্তু ওরা  সবচেয়ে বড় চোর। লোকে বলছে, অলি-গলিমে শোর হ্যায়, বিজেপিকা সব চোর হ্যায়। বড় বড় ডাকাত! বড় বড় গুণ্ডা! বড় বড় অপরাধী, এজেন্সিদের সুরক্ষায় আছে। এজেন্সিরা ওদের বাঁচাচ্ছে।’

তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মমতা সাফাই দিয়ে বলেন, আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল কেটে যেতে পারে। একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয়। আজ পর্যন্ত আমায় যদি কেউ বলে, আমি চায়ের দোকানে চা খেয়ে এক পয়সা দিইনি, তাহলে আমি (মুখ্যমন্ত্রী পদ) ছেড়ে দেবো।  

বাড়ি বাড়ি পানি সরবরাহ প্রকল্প প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের দাবিকে খারিজ করে দিয়ে মমতা বলেন, ওরা বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে বাড়ি বাড়ি জল কে পৌঁছে দিচ্ছে? ওদের জজ্ঞেস করুন টাকা দিয়ে জমি কে কিনে দিচ্ছে? রাজ্য সরকার। রক্ষণাবেক্ষণ করছে কে? রাজ্য সরকার। আমাদের অংশ হল সব মিলিয়ে ৭৫ শতাংশ। কিন্তু আমাদের জিএসটির (পণ্য ও পরিসেবা কর) টাকা থেকে ওরা দিচ্ছে মাত্র ২৫ শতাংশ। তাতে বাড়ি বাড়ি জল পৌঁছে গেল! তিনি বলেন, সব বাড়ির লোকেরা জল পাবে। ২০২৪ সালের মধ্যে আমরা জল প্রকল্প শেষ করতে চাই। ২০২৪ সালের ডিসেম্বর অথবা ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। ইতোমধ্যেই কয়েক লাখ বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।