ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ২১:০১ Asia/Dhaka
  • শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ২৩ ভারতীয় মৎস্যজীবী গ্রেফতার

শ্রীলঙ্কার নৌবাহিনী শনিবার রামেশ্বরম এবং থাঙ্গাচিমাদম থেকে ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে এবং তাদের দু’টি মোটর চালিত নৌকা বাজেয়াপ্ত করেছে। সমুদ্রসীমা লঙ্ঘন করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, মৎস্যজীবীরা যখন নেদুনথিভুতে মাছ ধরতে নিয়োজিত ছিল তখন তাদের শ্রীলঙ্কার নৌবাহিনী গ্রেফতার করে।

এদিকে, আজ (রোববার) ওই ইস্যুতে তামিলনাড়ুর রামানাথপুরম জেলার মৎস্যজীবী সমিতিগুলো দেশে আসন্ন লোকসভা নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে। আজ থাঙ্গাচিমাদমে মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে একটি জরুরী সভা আহ্বান করা হয়, এবং সেখানে একটি প্রস্তাব পাস করা হয়। শ্রীলঙ্কা থেকে ২৩ জন মৎস্যজীবির মুক্তি নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানা হয়েছে।

মৎস্যজীবিদের বৈঠকে শ্রীলঙ্কার বন্দরে পড়ে থাকা ১৫০টি বাজেয়াপ্ত মোটর বোট অবিলম্বে ফেরত নেওয়ার প্রস্তাবও পাস হয়। প্রস্তাবে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে, মৎস্যজীবিদের দাবির সুরাহা না হলে তারা ২০২৪ সালের লোকসভা নির্বাচন বয়কট করবে এবং তাদের কোনও সদস্যকে রামেশ্বরম এবং থাঙ্গাচিমাদমের মাছ ধরার গ্রামগুলোতে ভোট কেন্দ্রে ভোট দিতে দেবে না।

মৎস্যজীবী সমিতির নেতারা তাদের সদস্যদের গ্রেফতারের নিন্দা করেছেন এবং বলেছেন, শ্রীলঙ্কার নৌবাহিনী দ্বারা সাম্প্রতিককালে গ্রেফতার একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সমিতির নেতা জেসু রাজা বলেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যরা ১৫০টি নৌকা বাজেয়াপ্ত করেছে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে গ্রেফতারকৃত মৎস্যজীবিদের ছেড়ে দেওয়া হলেও শ্রীলঙ্কার হেফাজত থেকে নৌকাগুলো ছাড়া হয়নি।

মৎস্যজীবী সমিতির নেতা জনসন সেবাস্টিয়ান বলেন, প্রতিটি নৌকার মূল্য প্রায় ২৫ লাখ থেকে ১ কোটি টাকা। নৌকা আটকের পর জেলেদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারকে শীর্ষস্তরে হস্তক্ষেপ করার এবং ২০১৮ সাল থেকে বাজেয়াপ্ত করা সমস্ত নৌকা ফিরিয়ে আনতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ