ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১৮:৫৪ Asia/Dhaka
  • মাওলানা আব্দুল কাদির কাশেমি
    মাওলানা আব্দুল কাদির কাশেমি

বিজেপিশাসিত অসমে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন বাতিল হচ্ছে। গতকাল (শুক্রবার) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এরফলে রাজ্যটিতে ১৯৩৫ সালের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল হতে চলেছে। একইসঙ্গে বহুলালোচিত ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালুর পথে একধাপ এগিয়ে গেল রাজ্য  সরকার। রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বলেছেন, ব্রিটিশ আমলের আইন এখন রাজ্যে প্রয়োজন নেই। আগামীতে রাজ্য বিধানসভায় বিল পেশ করবে সরকার। মন্ত্রী জয়ন্ত বলেন, ‘আমরা রাজ্যে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালু করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছি এবং বিবাহ বিষয়ক আইন সংশোধন এর মধ্যে অন্যতম। ১৯৩৫ সালের মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন এখন  আমাদের রাজ্যে প্রয়োজন নেই। ক্যাবিনেটে ওই  ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৯৩৫ সালের আইন অসমে আর চলবে না। আমরা আগামীতে ওই আইন বাতিলের জন্য বিল পেশ করব। পুরোনো মুসলিম আইনের অধীনে যখন তখন মেয়েদের বিবাহ বিচ্ছেদের দিকে ঠেলে দেওয়া যাবে না।’

এ প্রসঙ্গে আজ (শনিবার) ইউডিএফের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির কাশেমি রেডিও তেহরানকে বলেন, এটা নির্বাচনী চমক। দেশে আসন্ন সাধারণ নির্বাচনের আগে তাদের বিফলতা থেকে জনসাধারণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য কৌশলের মধ্যে এটাও একটা কৌশল। এটা ভোটের মেরুকরণের একটা অপচেষ্টা।’

বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে মাওলানা আব্দুল কাদির কাশেমি বলেন, কেন্দ্রীয় সরকার তো আগেই এ সংক্রান্ত আইন (ট্রিপল তালাক বিরোধী আইন) তৈরি করেছে। তাহলে কী ওই আইনে কোনো ত্রুটি আছে, যার ফলে আরেকটা আইন আনতে হচ্ছে? এটা রাজ্য সরকারকে স্পষ্ট করা প্রয়োজন। এসব না বলেই তারা  যখন এটা করতে যাচ্ছে, সেজন্য এটা নির্বাচনী চমক এবং ভোটের মেরুকরণের অভিসন্ধি ছাড়া কিছু নয়’ বলেও মন্তব্য করেন ইউডিএফের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির কাশেমি।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৪  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।    

ট্যাগ