মার্চ ০৫, ২০২৪ ১৯:২১ Asia/Dhaka
  • তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ
    তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ

পশ্চিমবঙ্গের কোলকাতা হাই কোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তিনি আজ (মঙ্গলবার) ইস্তফা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন। অভিজিৎ বাবু বলেন, আমি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছি। এই যোগদানটা আমি শিগগিরি করব, সম্ভবত ৭ তারিখে। একইসঙ্গে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, এব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিজেপির উপরমহলে যে নির্বাচন কমিটি আছে তারা। আমি টিকিট পাই বা না পাই আমি বিজেপিতে ‘আপাতত’ যোগ  দিচ্ছি বলেও মন্তব্য করেন সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  তিনি আজ রাজ্যে শাসকদল তৃণমূলের তীব্র সমালোচনা করেন এবং বিজেপির প্রশংসা করেন। 

 এদিকে, অভিজিৎ বাবু তৃণমূল এবং দলটির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এসব ইস্যুতে আজ এক সংবাদ সম্মেলনে কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘তার নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে তিনি নিজেই নিশ্চিত নন। কেউ কোনো দলে যোগ দেওয়ার মুহূর্তে ‘আপাতত’ শব্দ ব্যবহার করতে পারেন না। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করতে চাই, আপনি তো প্রার্থী হবেন। প্রার্থী হওয়ার সময় আপনাকে একটা  হলফনামা দিতে হবে। সারা ভারতে বিজেপির যে এমপিরা আছেন এবং যারা হবেন, তাদের হলফনামায় অপরাধমূলক তালিকায় যদি একজনেরও নাম থাকে আপনার সাহস হবে বলার, যে আমি এই দলের হয়ে ভোটে লড়ব না।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন,  হলফনামা থেকে প্রমাণিত হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) কতজন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, যেগুলো বিচারাধীন। আপনি কী এই চ্যালেঞ্জ নেবেন? আপনি এত সততার প্রমাণপত্র যে বিজেপিকে দিয়েছেন, আপনার সঙ্গে যারা ভোটে লড়বেন সারা ভারতে, এমনকি সারা পশ্চিমবঙ্গে, তাদের হলফনামায় যদি ফৌজদারি মামলা থাকে, তাহলে আপনাকে বলতে হবে আমি লড়ব না, এই বিজেপি দলেও অভিযুক্ত আছে, নানা ধরণের অভিযোগ আছে’ বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। #

পার্সটুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ