চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন পুতিন 
(last modified Wed, 15 May 2024 04:40:37 GMT )
মে ১৫, ২০২৪ ১০:৪০ Asia/Dhaka
  • প্রেসিডেনট পুতিন ও শি
    প্রেসিডেনট পুতিন ও শি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে দুই দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় এই সফরে তিনি চীনা প্রেসিডেন্টের কাছে দুই দেশের মধ্যকার অংশীদারিত্ব গভীর করার ক্ষেত্রে কোনো সীমা পরিসীমা না থাকার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরবেন। 

রুশ প্রেসিডেন্টের আসন্ন সফরের কথা গতকাল (মঙ্গলবার) ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে রুশ প্রেসিডেন্ট চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে দুই নেতা আলাপ করার পাশাপাশি আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়েও কথা বলবেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে। 

ক্রেমলিনের পক্ষ থেকেও এই সফরের কথা নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে প্রেসিডেন্ট পুতিন বেইজিং সফর করবেন।

গত মার্চ মাসে প্রেসিডেন্ট জিনপিং এবং পুতিন বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়ানো এবং রাজনৈতিক সম্পর্ক গভীর করার বিষয়ে দুই নেতা একমত হন#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

ট্যাগ