ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ
(last modified Sun, 07 Jul 2024 06:43:17 GMT )
জুলাই ০৭, ২০২৪ ১২:৪৩ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করার পর বিশ্ব নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে বেইজিং যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক বার্তায় মাসুদ পেজেশকিয়ানকে ‘আন্তরিক’ অভিনন্দন জানিয়েছেন।

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে আরো যেসব বিশ্বনেতা অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামআলী রহমানভ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ, মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, দক্ষিণ কোরিয়া সরকার, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশিঙ্কো, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জায়েভ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মাদ মুইজ্জু, ইতালির উপ প্রধানমন্ত্রী এডমোন্ডো সিরিয়েল্লি। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ