ইউক্রেনের সাথে শান্তিচুক্তি অনিবার্য, এটি সময়ের ব্যাপার মাত্র: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i149034-ইউক্রেনের_সাথে_শান্তিচুক্তি_অনিবার্য_এটি_সময়ের_ব্যাপার_মাত্র_পুতিন
পার্স টুডে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তিকে অনিবার্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এটি সময়ের ব্যাপার মাত্র।"
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০৪, ২০২৫ ২০:৫০ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পার্স টুডে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তিকে অনিবার্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এটি সময়ের ব্যাপার মাত্র।"

গতকাল (শনিবার) রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, "ইউক্রেনের সাথে চলমান এই যুদ্ধে আমাদের পরমাণু অস্ত্রের দরকার পড়েনি, এবং আমরা আশা করি ভবিষ্যতেও তা প্রয়োজন হবে না।"

রাশিয়ার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, "পারমাণবিক অস্ত্র ছাড়াই রাশিয়ার কাছে যথেষ্ট শক্তি ও সম্পদ আছে এই বিশেষ সামরিক অভিযান সফলভাবে শেষ করার জন্য।"

তিনি বলেন, “২০২২ সালে যা শুরু হয়েছিল তা রাশিয়ার প্রয়োজনীয় ফলাফলের সাথে একটি যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য আমাদের যথেষ্ট শক্তি ও সামর্থ্য আছে।”

তিনি আরও বলেন, "ইউক্রেনে সামরিক অভিযানের সময় রাশিয়া ধৈর্য ধরে আছে। কিছু মহল আমাদের ভুল পদক্ষেপ নিতে প্ররোচিত করার চেষ্টা করছে।"

পুতিন স্পষ্টভাবে উল্লেখ করেন, "রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ও সমঝোতা অনিবার্য। এখন শুধু প্রশ্ন হলো এটি কখন হবে।"

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেন। এ ঘটনাকে ক্রেমলিন তার প্রতিবেশীর বিরুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে। পরবর্তীতে কিয়েভ থেকে রাশিয়ার সেনাদের বিতাড়িত করা হয়েছিল। মস্কোর বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উপায়ে এই সংঘাতের অবসান ঘটাতে চান বলে জানিয়েছেন। পুতিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে শান্তি মীমাংসার জন্য আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এমএআর/৪