রাফায় টানেলে পেতে রাখা বোমা বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত
-
নিহত ২ ইসরাইলি সেনা
ফিলিস্তিনের গাজার উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি টানেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৪১৬ জনে দাঁড়াল বলে টাইসম অব ইসরাইল জানিয়েছে।
আজ (রোববার) ইসরাইলি দখলদার বাহিনী জানিয়েছে, গতকাল (শনিবার) রাফাহ'র একটি ভবনের ভেতরে থাকা টানেলের প্রবেশ পথ স্ক্যানিং করার সময় হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এ সময় ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের ২৩ বছর বয়সী ক্যাপ্টেন নোয়াম রভিদ এবং ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর নিহত হয়। আহত সেনাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অপরজনের আঘাত ততটা গুরুতর নয়।
শনিবার পৃথক আরেক ঘটনায় গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর জেরুজালেম ব্রিগেডের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন। আইডিএফ জানিয়েছে, কোন পরিস্থিতিতে তিনি আহত হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর পাশাপাশি এদিন গাজা সিটির দুই এলাকায় ইসরাইলি সেনা ছাউনিতে পৃথক বিস্ফোরণে আরও দুই সেনা আহত হন। এদের মধ্যে এক ঘটনায় ট্যাংকের একটি গোলার আগাম বিস্ফোরণে একজন আহত হন। অপরজন গাজা সিটির তুফাহ এলাকায় সম্ভাব্য এক মর্টার হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার গোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক অভিযান চালানোর পর ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় গণহত্যা যুদ্ধ শুরু করে ইসরাইল।
তেল আবিব সরকার গাজায় তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যদিও ইসরাইলি নির্বিচার হামলায় কমপক্ষে ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, ১১৮,৩৬৬ জন আহত হয়েছে।#
পার্সটুডে/এমএআর/৪