কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তি অভিষেকের
(last modified Wed, 20 Mar 2024 09:54:49 GMT )
মার্চ ২০, ২০২৪ ১৫:৫৪ Asia/Dhaka
  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সামনেই লোকসভা নির্বাচন। মনে করা হচ্ছে, ভোটের আগে ফের অভিষেককে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বুধবার শীর্ষ আদালত সাফ জানিয়েছে, আগামী ১০ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ জুলাই।

অন্যদিকে, অতীতে কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। বারবার দিল্লিতে তলবের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর আগেও শীর্ষ আদালত জানিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ করা যাবে না। স্বাভাবিকভাবেই বুধবারের সুপ্রিম নির্দেশ বড় স্বস্তি দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।#

পার্সটুডে/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ