এপ্রিল ০৬, ২০২৪ ১৫:৪২ Asia/Dhaka
  • ভারতের সবচেয়ে পছন্দের দল আমরা: নরেন্দ্র মোদি

ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ (শনিবার) সকালে এক্স হ্যান্ডেলে বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আসন্ন লোকসভা ভোট প্রসঙ্গে পোস্ট করেন নরেন্দ্র মোদি।

তিনি লেখেন, আমি আজ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ভারতের সবথেকে পছন্দের দল আমরা। আমাদের দল সবসময় ‘নেশন ফার্স্ট’ নীতিতে কাজ করেছে।” তিনি আরও লেখেন, বিজেপির উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি, সুশাসন ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার মাধ্যমে মানুষের কাছে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছে। আমাদের দল দেশের ১৪০ কোটি জনগণেরই স্বপ্নের প্রতিফলন।

প্রধানমন্ত্রী লিখেছেন, দেশ তথা বিভিন্ন রাজ্যে সরকার চালাচ্ছে বিজেপি। “কেন্দ্রে হোক বা রাজ্যে, আমাদের দল সুশাসন প্রতিষ্ঠা করেছে। তার দাবি, “আমাদের দল ভারতকে দুর্নীতি, সাম্প্রদায়িকতা জাতপাত ও ভোটব্যাঙ্কের রাজনীতির থেকে মুক্ত করেছে।

বিজেপির গ্যারান্টি মোদীর ছবি, তৃণমূলের গ্যারান্টি-মা-মাটি মানুষ

মোদীকে -মমতা

এদিকে,  ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর দিনাজপুরের জনসভায় তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, ”আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না, দেশ বাঁচাবে।” তিনি বিজেপি চ্যালেঞ্জ করে বলেন, ‘মোদি গ্যারান্টি’ বনাম ‘দিদি গ্যারান্টি’। ভারতের আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের স্লোগান এটি।

আজ (শনিবার) দুপুরে রায়গঞ্জের জনসভায়  প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে মমতা বলেন, ”মোদির গ্যারান্টি মোদির ছবি। আর রাজ্য সরকারের গ্যারান্টি মা-মাটি মানুষ। আমি নই, আমি সামান্য মানুষ। দেশ বাঁচানো সরকারের কাজ। কিন্তু এই সরকার সমস্ত বেচে দিচ্ছে। তার আবার গ্যারান্টি!”#

পার্সটুডে/জিএআর/৬

ট্যাগ