বিজেপি এবার পগার পার হবে: মমতা বন্দোপাধ্যায়
(last modified Sat, 20 Apr 2024 10:56:41 GMT )
এপ্রিল ২০, ২০২৪ ১৬:৫৬ Asia/Dhaka
  • বিজেপি এবার পগার পার হবে: মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বলেছেন, আপনারা ইডি-সিবিআইকে নিয়ে ভয় পাবেন না। বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না। বিজেপির সমালোচনা করে মমতা তার ভাষায়  বলেন, বিজেপি এবার পগার পার হবে।

আজ (শনিবার) মালদহে এক নির্বাচনি সভায় মমতা বলেন, বিজেপির দাবি এবার লোকসভা ভোটে ৪০০ আসনের বেশি পাবে! মুখ্যমন্ত্রী বলেন, কোথায় পাবে এত ভোট? বিজেপি কেরালা, তামিলনাড়ুতে ভোট পাবে না।

গতবার সব ভোট পেয়ে ৩০৩ হয়েছিল। এবার কীভাবে ৪০০ আসন পার করবে! ২০২১ সালে  বিজেপি বলেছিল বাংলায় ২০০ আসন পাবে। তারা  পেয়েছিল ১০০! এবারও একই অবস্থা হবে। ’’বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ বিজেপি বলছে লক্ষ্মীরভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন সাহস ভালো কিন্তু দুঃসাহস ভাল নয়। ’’

Image Caption

আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন, আগামী ২৬ এপ্রিল রায়গঞ্জে লোকসভার দ্বিতীয় দফার ভোট হবে। সেখানে তৃণমূলের প্রার্থী কৃষ্ণের পক্ষে  ভোট চেয়ে বললেন, রায়গঞ্জ লোকসভার আসনে তৃণমূল কংগ্রেস জিতলে জুন মাসে বিজয় মিছিল করা হবে।#

পার্সটুডে/জিএআর/২০

ট্যাগ