মোদির হৃদয়ে গরীব, দলিত ও নারীদের কোনো স্থান নেই: রাহুল গান্ধী
(last modified Mon, 23 Apr 2018 11:46:21 GMT )
এপ্রিল ২৩, ২০১৮ ১৭:৪৬ Asia/Dhaka
  • কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
    কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মোদির হৃদয়ে গরীব, দলিত ও নারীদের কোনো স্থান নেই। তিনি আজ (সোমবার) নয়াদিল্লীর তালকোটরা স্টেডিয়ামে ‘সংবিধান বাঁচাও অভিযান’-এর সূচনায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

রাহুল গান্ধী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি ও আরএসসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশে দলিতদের বিরুদ্ধে সহিংসতা ও অত্যাচার দ্রুতগতিতে বাড়ছে। মহারাষ্ট্র হোক বা উত্তর প্রদেশ যেখানেই দেখুন না কেন দলিতদের টার্গেট করা হচ্ছে। তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের নিপীড়ন করা হচ্ছে।’

রাহুল বলেন, ‘এই প্রথম সরকার সংসদে বাধা দিয়েছে। মোদিজি সংসদে দাঁড়াতে ভয় পান। আমাকে সংসদে ১৫ মিনিট সময় দেয়া হোক, উনি আমার সামনে দাঁড়াতেই পারবেন না। নীরব মোদি ও রাফায়েল ইস্যুতে কোনো জাবাব দিতে পারবেন না।’ 

নীরব মোদি সম্প্রতি ব্যাংক দুর্নীতিতে অভিযুক্ত হয়ে বিদেশে পালিয়ে আছেন।

দেশের বিভিন্ন অংশে শিশু ও নারীদের প্রতি নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে শাসকদল বিজেপি’র লোকজন এসব ঘটনায় জড়িয়ে পড়ায় রাহুল আজ তার তীব্র সমালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ (কন্যা সন্তানের সুরক্ষা ও শিক্ষা) প্রকল্প নিয়েও তিনি তীব্র কটাক্ষ করেন।

রাহুল বলেন, ‘৮ বছরের শিশু ধর্ষিতা হচ্ছে, উন্নাওতে ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু মোদি বিজেপি বিধায়কদের ব্যাপারে কিছুই বলেননি। এই প্রথম হল, ভারতের বাইরে আইএমএফ প্রধান মোদিজিকে বলেছেন আপনি দেশের নারীদের জন্য কিছু করছেন না!’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, আগে স্লোগান ছিল, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কিন্তু এখন নয়া স্লোগান, ‘বেটি বাঁচাও, বিজেপি বিধায়ক থেকে বাঁচাও’। এটাই বাস্তবতা যে মেয়েদেরকে সরকার রক্ষা করবে না। দলিতদের উপরে জুলুম, নারীদেরকে ধর্ষণ, যুবকদের সঙ্গে প্রতারণা সরকার কেবল এসবই দিয়েছে।’

রাহুল বলেন, ‘আগে বিশ্বের অন্য দেশ আমাদের দিকে তাকিয়ে দেখত। কিন্তু মোদিজি বিশ্বে দেশের মর্যাদা শেষ করে দিয়েছেন। আজ বিশ্বে নারীদের ধর্ষণ, সংখ্যালঘুদের উপরে আক্রমণ, দলিতদের উপরে নিপীড়নের কথা হচ্ছে।’

৭০ বছর ধরে কংগ্রেস দেশের সম্মান তৈরি করেছে কিন্তু প্রধানমন্ত্রী গত ৪ বছরে তার ক্ষতি করেছে বলেও রাহুল গান্ধী মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

 

ট্যাগ