নিপাহ ভাইরাস: এবার ভারতের কেরালা থেকে খাদ্য আমদানি বন্ধ করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/india-i58448-নিপাহ_ভাইরাস_এবার_ভারতের_কেরালা_থেকে_খাদ্য_আমদানি_বন্ধ_করল_সৌদি_আরব
ভারতের কেরালা রাজ্য থেকে হিমায়িত এবং প্রক্রিয়াজাত ফলমূল ও শাকসবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। কেরালায় নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দেয়াকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৫, ২০১৮ ১৭:২৯ Asia/Dhaka
  • নিপাহ ভাইরাস: এবার ভারতের কেরালা থেকে খাদ্য আমদানি বন্ধ করল সৌদি আরব

ভারতের কেরালা রাজ্য থেকে হিমায়িত এবং প্রক্রিয়াজাত ফলমূল ও শাকসবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। কেরালায় নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দেয়াকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এদিকে, গত মাসের ২৯ তারিখে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'ও কেরালার থেকে খাদ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মারাত্মক সংক্রমণ রোগ নিপাহ ভাইরাসের কারণে এনকেফেলাইটিস নামের প্রাণঘাতী উপসর্গ দেখা দিতে পারে। মস্তিষ্কে নিপাহর সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এমন পরিস্থিতি দেখা দিতে পারে। নিপাহ ভাইরাসের পূর্ব লক্ষণ হিসেবে জ্বর, কাশি, প্রচণ্ড মাথাব্যথা এবং শ্বাসকষ্টসহ আরো কিছু উপসর্গ দেখা দিতে পারে। 

পার্সটুডে/মূসা রেজা/৫