জুলাই ২৭, ২০২০ ২০:২০ Asia/Dhaka
  • ভারতের কমিউনিস্ট পার্টি
    ভারতের কমিউনিস্ট পার্টি

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত প্রস্তাবিত রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠান দূরদর্শনে সম্প্রচার করলে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হবে বলে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)  মন্তব্য করেছে।

দলটি আগামী ৫ আগস্ট ভূমি পুজোর অনুষ্ঠান দূরদর্শনে সম্প্রচারের তীব্র আপত্তি জানিয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট অবশ্য বলেছে কমিউনিস্ট পার্টি দেশে বিভাজনমূলক রাজনীতি করতে চায়।

সিপিআই আজ (সোমবার) কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে চিঠি দিয়ে বলেছে সরকারি টিভি চ্যানেলে এধরণের কার্যক্রম সম্প্রচার করা উচিত নয়।  সিপিআইয়ের ওই আপত্তির বিষয়ে রাম জন্মভূমি ট্রাস্ট তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল বাম দলকে ধর্মীয় কর্মসূচিকে ক্ষুদ্র রাজনীতির মধ্যে টেনে আনার অভিযোগ করেছেন।

সিপিআই নেতা বিনয় বিশ্বম কেন্দ্রীয় সরকারকে লেখা চিঠিতে বলেছেন, দূরদর্শনে ধর্মীয় কর্মসূচি সম্প্রচার করা জাতীয় অখণ্ডতার চেতনার পরিপন্থী। তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দিরের বিষয়টি দীর্ঘকাল ধরে বিতর্ক এবং সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে, সুতরাং এর ভূমি পুজোর অনুষ্ঠান প্রচার করা উচিত নয়। সিপিআইয়ের পক্ষ থেকে এব্যাপারে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি চিঠিতে বলা হয়েছে ১৯৯২ সালে বাবরি মসজিদ  ধ্বংস হওয়ার পরে অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের জন্য দেশে কয়েক দশক ধরে আন্দোলন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।

আজ সোমবার ‘নব ভারত টাইমস’ জানিয়েছে, আগামী ৫ আগস্ট রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে ভূমি পুজোর অনুষ্ঠান দূরদর্শনে সম্প্রচার করা হবে।  শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কর্মকর্তা চম্পত রাই বলেন, দূরদর্শন ভূমি পুজোর  সমগ্র অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করবে। অন্যান্য চ্যানেলগুলোও ভূমি পুজোর অনুষ্ঠান সরাসরি দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ