নভেম্বর ২১, ২০২১ ১৬:১৬ Asia/Dhaka
  • ইরানের বাণিজ্য
    ইরানের বাণিজ্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈদেশিক বাণিজ্যের শতকরা ৫২ ভাগ সম্পন্ন হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। গত সাত মাসের তথ্য চিত্র তুলে ধরে এ খবর দিয়েছেন ইরানের শুল্ক বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি।

গতকাল (শনিবার) তিনি জানান, গত সাত মাসে ইরানের বৈদেশিক বাণিজ্যে লেনদেনের পরিমাণ ছিল ৫,৪৮০ কোটি ডলার। এই সময় ৯৮ দশমিক ৬৮ মিলিয়ন টন পণ্য লেনদেন হয়। এর মধ্যে ৬১ দশমিক ৪৬ মিলিয়ন টন পণ্য প্রতিবেশী ১৫টি দেশের সঙ্গে লেনদেন হয়েছে যার মূল্যমান ছিল ২,৮৩২ কোটি ডলারের বেশি।

রুহুল্লাহ লাতিফি বলেন, এই হিসাব থেকে দেখা যায় প্রতিবেশী দেশগুলোর সাথে মোট পণ্যের শতকরা ৬২ ভাগ লেনদেন হয়েছে, আর অর্থের দিক দিয়ে সেটি শতকরা ৫২ ভাগ।

ইরানের শুল্ক বিভাগের কর্মকর্তা জানান, সমস্ত তথ্যচিত্র থেকে দেখা যাচ্ছে ইরান থেকে সবচেয়ে বেশি পণ্য ইরাকে গেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি ৮৬০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে ইরান।

ইরানের শুল্ক বিভাগের এ কর্মকর্তা আরো জানান, গত সাত মাসে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ১২৪ কোটি ৬০ লাখ ডলার।#

পার্সটুডে/এসআইবি/২১ 

ট্যাগ