ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো ড্রোন "পেলিকান"
(last modified Sat, 27 Nov 2021 15:15:09 GMT )
নভেম্বর ২৭, ২০২১ ২১:১৫ Asia/Dhaka

দূরত্বে ও দ্রুত চিহ্নিত অবস্থানে মিশন পরিচালনা করার জন্য ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো ড্রোন পেলিকান।

বিশেষজ্ঞরা বলছেন, এ "পেলিকান ২" ড্রোন ইরানের প্রতিরক্ষা এবং সামরিক ক্ষেত্রে আরো উন্নত ও নির্ভুলভাবে মিশন পরিচালনা করতে সক্ষম হবে।#

পার্সটুডে/আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।