আইআরআইবি ফ্যান ক্লাবের নভেম্বর মাসের কুইজের ফল প্রকাশ
(last modified Mon, 06 Dec 2021 07:19:03 GMT )
ডিসেম্বর ০৬, ২০২১ ১৩:১৯ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের নভেম্বর মাসের কুইজের ফল প্রকাশ

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত নভেম্বর মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৯০ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৫৪ জন (বাংলাদেশ ৪২, ভারত ১‌১, ইরান ১)। বাকি ৩৬ জন ভুল (বাংলাদেশ ৩৩, ভারত ৩) উত্তর দিয়েছেন।

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীরা হলেন:

১. এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু 
গ্রাম: সৈয়দপুর 
উপজেলা: পীরগাছা 
জেলা: রংপুর, বাংলাদেশ

২. মো. আবু সালেহ
ডাক বাংলা রোড
নীলফামারী-৫৩০০, বাংলাদেশ।

৩. সালমা তালুকদার
ঢাকা সেনানিবাস
ঢাকা-১২০৬

৪. পুষ্প মৈত্র 
ইসলামপুর, মুর্শিদাবাদ 
পশ্চিমবঙ্গ, ভারত

৫. মুন্সি দরুদ
কাজীপাড়া, বীরভূম
পশ্চিমবঙ্গ, ভারত।

প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী পাঁচজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

(প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়াতে আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি মো. জাকারিয়া চৌধুরী যুবরাজ ৩ জনের পরিবর্তে ৫ জনকে পুরস্কার দিয়েছেন। ডিসেম্বর মাসেও ৫ জনকে বিজয়ী করা হবে।)

কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন

প্রশ্ন-১: সম্প্রতি ইরানের কোন্‌ বাহিনী ওমান সাগরে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দিয়েছে?  
উত্তর: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।   

প্রশ্ন-২: জো বাইডেন আমেরিকার ক্ষমতায় আসার পর সৌদি আরবের কাছে কত কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন? 
উত্তর: ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। 

প্রশ্ন-৩: 'মার্কিন সরকার ও তার সেনারা মাকড়শার ঘরে বসে আছে'- উক্তিটি কার?
উত্তর: তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব ও ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 
 

ট্যাগ