জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোনালাপ
ইরানকে হুমকি দিলে ফল উল্টো হয়: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
-
অ্যান্তোনিও গুতেরেস-হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনাসহ অন্যান্য দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টেলিফোনে কথা বলেছেন। আব্দুল্লাহিয়ান এ সময় বলেছেন, ইরানের পরমাণু আলোচক দল প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে এবং তারা আন্তরিকতার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে।
ইরানি প্রতিনিধিদল সমস্যা সমাধানের লক্ষ্যে ভিয়েনা আলোচনায় খসড়া প্রস্তাবনাও উপস্থান করেছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, কিন্তু পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো প্রস্তাব তুলে না ধরায় আলোচনা ধীরগতিতে এগুচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যে প্রস্তাব দিয়েছে তার ভিত্তি ২০১৫ সালের পরমাণু সমঝোতা। ইরান তার প্রস্তাবে ওই সমঝোতার চেয়ে বেশি কিছু চায়নি এবং তার চেয়ে বেশি কোনো ছাড় দিতেও তেহরান প্রস্তুত নয়।
ইরান সদিচ্ছা নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে জানিয়ে আব্দুল্লাহিয়ান বলেন, তার দেশ হুমকি-ধমকিকে ভয় পায় না এবং পশ্চিমাদের স্মরণ করে দেখা উচিত, ইরানের ক্ষেত্রে হুমকি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের উল্টো ফল দেয়।
টেলিফোনালাপে জাতিসংঘ মহাসচিব ভিয়েনায় চলমান আলোচনাকে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন, “আমি মনে করি পরমাণু সমঝোতা একটি গুরুত্বপূর্ণ দলিল যা আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদান রাখবে।” তিনি জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’কে সহযোগিতা করার জন্য ইরানকে ধন্যবাদ জানান।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।