তীব্র সুগন্ধযুক্ত ইরানি নার্গিস ফুল
ডিসেম্বর ২৩, ২০২১ ১৫:১১ Asia/Dhaka
-
তীব্র সুগন্ধযুক্ত ইরানি নার্গিস ফুল
মজান্দারানের বাগান থেকে তীব্র সুগন্ধযুক্ত ইরানি নার্গিস ফুল সংগ্রহ করছেন ইরানের কৃষকরা।
নার্গিস ফুল তীব্র সুগন্ধ, সাদা পাপড়ি। নার্গিস ফুলের গাছ ২০-৪০ সেমি পর্যন্ত লম্বা হয়।
নার্গিস ফুলের গাছ দেখতে অনেকটা লিলি ফুলের গাছের মত। সাদা এবং হলুদ বর্ণ মিশানো ফুলটি দেখতে বেশ সুন্দর হয়। এ ফুল খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/২৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ