জানুয়ারি ০৯, ২০২২ ০৮:২২ Asia/Dhaka
  • এস জয়শঙ্কর- হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    এস জয়শঙ্কর- হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলোচনা ও মতবিনিময় করেছেন।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ওই টেলিফোনালাপে জয়শঙ্করকে আব্দুল্লাহিয়ান বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ইরানে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে এবং তার সুফল জনগণ পেতে শুরু করেছে। তিনি ইরানে করোনাবিরোধী যুদ্ধকে ইতিবাচক আখ্যায়িত করে বলেন, ইরান সাফল্যের সঙ্গে কারেনার বিস্তার রোধ করতে পেরেছে এবং এখন পর্যন্ত দেশের মোট জনসংখ্যার শতকরা ৮৯ জনকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে।

টেলিফোনালাপে আফগানিস্তান প্রসঙ্গেও কথা বলেন ইরান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকারকে ক্ষমতায় দেখতে চায় বলে জানান আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ইরান আফগানিস্তানে খাদ্য, ওষুধ ও করোনার টিকা পাঠিয়ে দেশটিকে সহযোগিতা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ভিয়েনা সংলাপ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা সঠিক পথে এগুচ্ছে। তিনি বলেন, ইরান আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে এবং প্রতিপক্ষগুলোর যদি একই ধরনের মনোভাব থাকে তাহলে এই সংলাপ থেকে ইতিবাচক ফল বের করে আনা সম্ভব।

টেলিফোনালাপে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে বলেন, ভারতে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে; তবে আমরা টিকাদান কার্যক্রমে গতি আনার মাধ্যমে করোনভাইরাসের বিস্তার রোধ করার চেষ্টা করছি।

টেলিফোনালাপে এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ভারত সফরের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করতে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আফগানিস্তানের প্রতি ভারতের সাহায্য-সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, আফগানিস্তানের ব্যাপারে নয়াদিল্লির নীতিতে কোনো পরিবর্তন আসেনি।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ