রেডিও তেহরান ‘বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব প্রতিযোগিতা-২০২২’-এর ঘোষণা
(last modified Thu, 13 Jan 2022 14:01:44 GMT )
জানুয়ারি ১৩, ২০২২ ২০:০১ Asia/Dhaka
  • রেডিও তেহরান ‘বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব প্রতিযোগিতা-২০২২’-এর ঘোষণা

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) গত বছরের ন্যায় এবারও 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার' প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

২০২২ সালের ক্লাব কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে সবচেয়ে কর্মমুখর তিনটি ক্লাবকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। এরমধ্যে সবচেয়ে কর্মমুখর ক্লাবটি পাবে ‘শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব’র স্বীকৃতি। বাকি দু’টি ‘বার্ষিক শ্রেষ্ঠ কর্মমুখর ক্লাব’র পুরস্কার।

নিয়মাবলি:

১.  আকর্ষণীয় এ প্রতিযোগিতায় অংশ নিতে ক্লাবের নিজস্ব ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রেডিও তেহরান বাংলা বিভাগের পক্ষে প্রচার, শ্রোতা বৃদ্ধি, চিঠি লিখায় উদ্বুদ্ধকরণ এবং সাক্ষাৎকার প্রদানে ক্লাব সদস্যদের আগ্রহী করে তুলতে হবে। 
২.  ক্লাব কর্মকাণ্ডের প্রামাণ্য প্রতিবেদন (ভিডিও বা স্থির চিত্রসহ) পাঠাতে হবে।
৩. শুধু অনুষ্ঠানাদি নয়, আমরা চাই রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি হোক। তাই বেশিসংখ্যক সব শর্ত পুরণের মাধ্যমেই পাওয়া যাবে পুরস্কারের নিশ্চয়তা।
৪. শ্রেষ্ঠ ক্লাব হিসেবে আপনাদের ক্লাবটির স্বীকৃতি পেতে চাইলে এখন থেকেই উপরোক্ত কর্মকাণ্ড বাস্তবায়নে সচেষ্ট হোন আর জিতে নিন শ্রেষ্ঠ শ্রোতা ক্লাবের শিরোপা।
৫. ক্লাব তৎপরতা সংক্রান্ত মেইলের subject-এর স্থানে 'ক্লাব কার্যক্রম' লিখতে হবে।
৬. আমাদের কাছে ইমেইল করার ঠিকানা- [email protected]

*ক্লাব কর্মকাণ্ডের প্রত্যেকটি গ্রহণযোগ্য সচিত্র প্রতিবেদন পার্সটুডে'তে প্রকাশ করা হবে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১‌৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ