ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস
https://parstoday.ir/bn/news/iran-i103218
১৯৭৯ সালের ১২ই বাহমান বা ১লা ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনি (রহ.) ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে তেহরানে ফিরে আসেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২২ ১৯:০৪ Asia/Dhaka

১৯৭৯ সালের ১২ই বাহমান বা ১লা ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনি (রহ.) ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে তেহরানে ফিরে আসেন।

তাঁর দেশে ফেরার ১০ দিনের মাথায় অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় ঘটে। প্রতি বছর ১২ই বাহমান থেকে ২২শে বাহমান এই ১০ দিন ইরানে নানা কর্মসূচি পালন করা হয়। #

পার্সটুডে / মো.আবুসাঈদ/ ০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।