ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৭:১৪ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে করমর্দন করছেন রায়িসি ও শেখ তামিম
    যৌথ সংবাদ সম্মেলনে করমর্দন করছেন রায়িসি ও শেখ তামিম

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ দুর্দিনে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। তিনি গতকাল (সোমবার) কাতার সফরে গিয়ে রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। রায়িসি বলেন, ইরান প্রমাণ করেছে দেশটি সব সময় স্বাধীনচেতা দেশগুলোর স্বার্থ রক্ষা করতে এগিয়ে আসে।

২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করেছিল। সে সময় কাতার খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির চরম সংকটে পড়লে দোহার প্রতি তেহরান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।ওই ঘটনার পর ইরান ও কাতারের সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। পরবর্তীতে ২০২১ সালে সৌদি আরব কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিলেও তেহরানের সঙ্গে দোহার সম্পর্কে ঘনিষ্ঠতা কমেনি বরং বেড়েছে।

প্রেসিডেন্ট রায়িসি সোমবার শেখ তামিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আরো বলেন, ইরান সাম্প্রতিক সময়ে দু’টি যুদ্ধে জয়ী হয়েছে। এর একটি হচ্ছে সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং অপরটি আমেরিকার সর্বোচ্চ অর্থনৈতিক চাপ। তিনি ভিয়েনা সংলাপকে সফল করার জন্য আমেরিকাকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দৃঢ় ইচ্ছা প্রমাণ করার আহ্বান জানান।  

দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে লালগালিচা অভ্যর্থনা জানান কাতারের আমির

রায়িসি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, এ ব্যাপারে নির্ভরযোগ্য গ্যারান্টি এবং ইরানবিরোধী রাজনৈতিক অভিযোগের খেলা বন্ধ না করা পর্যন্ত ভিয়েনা সংলাপ সফল হওয়া সম্ভব নয়।

মধ্যপ্রাচ্য অঞ্চল সাম্রাজ্যবাদীদের আধিপত্য থেকে বেরিয়ে নতুন যুগে প্রবেশ করেছে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের গত কয়েক দশকের ইতিহাস বিশ্লেষণ করলে সে সত্যগুলো বেরিয়ে আসবে সেগুলো হলো- এ অঞ্চলে আগ্রাসন চালালে পরাজিত হতে হয়, আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে ফল পাওয়া যায় এবং এ অঞ্চলের কোনো সমস্যার সমাধান সামরিক উপায়ে করা সম্ভব নয়।

ইরানের প্রেসিডেন্ট নানা ক্ষেত্রে কাতারের সঙ্গে তার দেশের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, দ্বিপক্ষীয় এসব সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি বহুপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করা  সম্ভব হলে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হবে।

যৌথ সংবাদ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম ইরানের সঙ্গে তার দেশের বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি এসব চুক্তি বাস্তবায়নের বিষয়টি তদারকি করবেন।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ