মে ২৯, ২০২৪ ১৮:৩২ Asia/Dhaka
  • গাজায় সংক্রামক রোগের বিস্তার: ফিলিস্তিনি কর্তৃপক্ষের সতর্কতা জারি

গাজা শহরের মেয়র জানিয়েছেন, নিরাপদ পানীয় জলের অভাব এবং ইসরাইলের অব্যাহত হামলার কারণে গাজা অঞ্চলে স্বাস্থ্যসেবা ও অবকাঠামো কার্যত ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় তিনি সেখানে সংক্রামক রোগের বিস্তার বৃদ্ধির বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, গাজা শহরের মেয়র ইয়াহিয়া রুশদি আল-সেরাজ স্বাস্থ্যসেবা ও পানীয় জলের মারাত্মক অভাবের কথা জানিয়ে শিশুদের তীব্র খাদ্যের অভাবের পাশাপাশি বিভিন্ন ময়লা আবর্জনার কারণে সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে হুশিয়ার করে দিয়েছেন।

তীব্র জ্বালানির অভাবে গাজার বাসিন্দাদের জন্য পানীয় জল সরবরাহ করা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, গাজার স্বাস্থ্য পারিসেবায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং দখলদার ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজা শহরের স্বাস্থ্য কেন্দ্রগুলো ধ্বংস করছে।

গাজার এই মেয়র বলেন, গাজা উপত্যকায় ক্রসিং পয়েন্ট বন্ধ করার পর, জরুরি খাদ্য পণ্য দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এবং পণ্যের দাম বহুগুণে বেড়েছে।

কিছুদিন আগে ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণসংস্থা ইউ.এন.আর.ডাবলিউ.এ.'র প্রধান, গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ত্রাণ কাজে বাধা দেয়ার জন্য ইসরাইলের নিন্দা জানিয়ে বলেছেন, এ অবস্থা চলতে থাকলে অবরোধ, ক্ষুধা ও সংক্রামক রোগে গাজা উপত্যকার মানুষ প্রাণ হারাবে।

গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনের কারণে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার জানিয়েছে, ইসরাইল গতকাল ছয়টি স্থানে ব্যাপক হামলা চালিয়ে ৭৫ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে এবং আহত হয়েছে  আরো ২৮৪ জন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ