জুন ২৫, ২০২৪ ১৭:২১ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি গণহত্যা: এবার শহীদ হলেন ইসমাইল হানিয়ার বোন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর নির্বিচার বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকায় আরো অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে হামাস নেতা ইসমাইল হানিয়ার একজন বোন রয়েছেন।

ইসরাইলি সেনারা আজ গাজা সিটির নিকটবর্তী শাতি শরণার্থী শিবিরে ইসমাইল হানিয়ার পারিবারিক বাড়িতে বোমাবর্ষণ করে। ওই হামলায় তার এক বোনসহ অন্তত ১০ জন শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ১০ জনের প্রত্যেকে হানিয়া পরিবারের সদস্য। তবে হানিয়ার নিহত বোনের নাম গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

এর আগে গত এপ্রিল মাসের গোড়ার দিকে পবিত্র ঈদুল ফিতরের পরদিন গাজা উপত্যকায় ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যদের বহনকারী একটি চলন্ত গাড়িতে বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা। ওই হামলায় হানিয়ার তিন ছেলেসহ তার পরিবারের ছয় সদস্য শহীদ হন।

তারও আগে গত অক্টোবরে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরাইলি বোমাবর্ষণে ইসমাইল হানিয়ার ১৪ ঘনিষ্ঠ আত্মীয় নিহত হন। নিহতদের মধ্যে তার এক ভাই ও ভাতিজা ছিলেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে আজ বর্বর ইসরাইলি বাহিনীর আরেক বিমান হামলায় তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত এবং বহু লোক আহত হয়েছেন। এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বানি সুহাইলা চত্বরে ইহুদিবাদী সেনাদের বোমাবর্ষণে আরো ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আর দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরাইলি বিমান হামলায় আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই নিয়ে গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি গণহত্যার শিকার হয়ে ৩৭, ৬২৬ ফিলিস্তিনি শহীদ হলেন। এছাড়া, আহত হয়েছেন আরো ৮৬,০৯৮ জন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ