জুন ২৮, ২০২৪ ১৮:২৬ Asia/Dhaka
  • ইউক্রেন ইস্যুতে আমেরিকার ভূমিকার কারণে বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে: উত্তর কোরিয়া

পার্সটুডে- উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তা পাক জুং চুন বলেছেন, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকলে নতুন বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।

পার্সটুডে'র রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এই কর্মকর্তার মতে, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যেকোনো ধরণের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের উপর মার্কিন চাপের পরিণতি ভালো হবে না। এর ফলে রাশিয়া আরও শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে যা পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

গত ২০ এপ্রিল মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে ছয় হাজার ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

এদিকে, উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী কিম কাং ইল বলেছেন,  কোরীয় উপদ্বীপে বিমানবাহী রণতরী পাঠানোর পদক্ষেপের মাধ্যমে বিপজ্জনক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আমেরিকা। এর মধ্যদিয়ে পিয়ংইয়ং'র সামনে প্রতিরোধের এক নয়া দ্বার উন্মুক্ত হয়েছে।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা ঘোষণা করেছেন, বিমানবাহী রণতরী 'থিওডোর রুজভেল্ট' দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চলতি মাসের (জুন) শেষে বুসান বন্দরে প্রবেশ করেছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ