জুন ২৮, ২০২৪ ২০:১৯ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহ করছেন ৫২০ বিদেশি সাংবাদিক

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের ভিড়। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির কারণে এরিমধ্যে ভোট গ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে অনেক ভোট কেন্দ্রেই মধ্য রাত পর্যন্ত ভোট গ্রহণ করতে হবে।

বিভিন্ন শহর ও গ্রাম থেকে সাংবাদিকেরা জানিয়েছেন, সর্বত্রই বিপুলসংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন। সারা বিশ্ব থেকে ৫২০ জন বিদেশি সাংবাদিক প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহ করতে ইরান এসেছেন। এসব সাংবাদিক রাজধানী তেহরান ছাড়াও দেশের বড় বড় শহরে অবস্থান নিয়েছেন। 

প্রেসিডেন্ট নির্বাচনের ৪ প্রার্থী

আজ স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রথম প্রহরেই নিজের ভোট প্রদান করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। সকাল ৮টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে তা স্বাভাবিক নিয়মে সন্ধ্যা ৬টা চলার কথা ছিল। কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ায় ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে। 

বিশ্বের ৯৫টি দেশে অবস্থানরত ইরানি নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারছেন। এছাড়া, দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটারেরা।

আজকের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চার প্রার্থীর মধ্যে। তারা হলেন- মাসুদ পেজেশকিয়ান (প্রার্থী কোড-২২), মোস্তফা পুরমোহাম্মাদি (প্রার্থী কোড-৩৩), সাঈদ জালিলি (প্রার্থী কোড-৪৪), এবং মোহাম্মদ বাকের কলিবফ (প্রার্থী কোড-৭৭)।#

পার্সটুডে/‌এসএ/এমএআর/২৯

ট্যাগ