ইরাক-লেবানন মানবিক বিমান যোগাযোগ আটকে দিয়েছে মার্কিন দূতাবাস
https://parstoday.ir/bn/news/event-i143356-ইরাক_লেবানন_মানবিক_বিমান_যোগাযোগ_আটকে_দিয়েছে_মার্কিন_দূতাবাস
ইরাক এবং লেবাননের মধ্যে মানবিক বিমান যোগাযোগ আটকে দিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস বলছে, ইসরাইলি আগ্রাসনে বাস্তচ্যুত লোকজনের জন্য মানবিক সহায়তা পাঠাতে হলে তা অবশ্যই জর্দানের মাধ্যমে পাঠাতে হবে এবং সেগুলো আগে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০৩, ২০২৪ ১১:৩৮ Asia/Dhaka
  • ইরাক-লেবানন মানবিক বিমান যোগাযোগ আটকে দিয়েছে মার্কিন দূতাবাস

ইরাক এবং লেবাননের মধ্যে মানবিক বিমান যোগাযোগ আটকে দিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস বলছে, ইসরাইলি আগ্রাসনে বাস্তচ্যুত লোকজনের জন্য মানবিক সহায়তা পাঠাতে হলে তা অবশ্যই জর্দানের মাধ্যমে পাঠাতে হবে এবং সেগুলো আগে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। 

লেবাননের আরবি ভাষার পত্রিকা আল-আখবার এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের পতাকাবাহী ‘মিডল ইস্ট এয়ারলাইন্স’-এর বিমান যদি মানবিক ত্রাণ বহনের কাজে ব্যবহার করা হয় তাহলে এই বিমান সংস্থার বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করবে। 

এছাড়া, বৈরুতে মার্কিন দূতাবাস প্রতিদিন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভ্রমণকারী সমস্ত যাত্রীর বিষয়ে তথ্য নিচ্ছে।  

অক্টোবর মাসের প্রথম দিকে ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে আগ্রাসন শুরু করার পর থেকে ইরাক লেবাননে মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে অন্যতম শীর্ষ দেশে পরিণত হয়েছে। কিন্তু সিরিয়া থেকে ত্রাণসামগ্রী পাঠানোর সড়ক ধ্বংস করে দিয়েছে ইসরাইল। এতে ইরাক থেকে স্থলপথে ত্রাণ সামগ্রী পাঠানো বন্ধ হয়ে গেছে।

আল-আখবার জানিয়েছে, মার্কিন দূতাবাস বৈরুতের উত্তরে উপকূলীয় দাহিয়েহ এলাকায় "রহস্যময়" রাস্তার কাজের পেছনে রয়েছে। এর মধ্যদিয়ে মূলত ওয়াশিংটন বৈরুতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। #

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।