ইরান ও সৌদি আরব এই অঞ্চলের ভবিষ্যৎ গঠন করছে: ইরানের সিনিয়র কূটনীতিক
https://parstoday.ir/bn/news/event-i152272-ইরান_ও_সৌদি_আরব_এই_অঞ্চলের_ভবিষ্যৎ_গঠন_করছে_ইরানের_সিনিয়র_কূটনীতিক
পার্সটুডে-রিয়াদে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রাষ্ট্রদূত সৌদি জাতীয় দিবস উপলক্ষে একটি বার্তা দিয়েছেন।
(last modified 2025-09-23T14:17:56+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২০:০৬ Asia/Dhaka
  • ইরান ও সৌদি আরব এই অঞ্চলের ভবিষ্যৎ গঠন করছে: ইরানের সিনিয়র কূটনীতিক
    ইরান ও সৌদি আরব এই অঞ্চলের ভবিষ্যৎ গঠন করছে: ইরানের সিনিয়র কূটনীতিক

পার্সটুডে-রিয়াদে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রাষ্ট্রদূত সৌদি জাতীয় দিবস উপলক্ষে একটি বার্তা দিয়েছেন।

ওই বার্তায় তিনি তেহরান ও রিয়াদের মধ্যকার কৌশলগত সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন। এই সম্পর্ককে আঞ্চলিক সহযোগিতা এবং পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি মডেল হিসেবে বিবেচনা করে বলেছেন: ইরান ও সৌদি আরব এ অঞ্চলের ভবিষ্যতের প্রতিষ্ঠাতা।

২৩ সেপ্টেম্বর, সৌদি জাতীয় দিবস উপলক্ষে এক বার্তায়, আলিরেজা এনায়াতি, ইরান-সৌদি সম্পর্ক পুনরুজ্জীবিত করার দ্বিতীয় বার্ষিকীর সাথে এই অনুষ্ঠানের মিলের কথা উল্লেখ করে বলেন: ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক বিশেষ করে পশ্চিম এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন।েএই সম্পর্ক সেই প্রাচীন যুগের হেজাজ ও নজদ রাজ্যের যুগে বাদশাহী শাসনকালে ফিরে যায়, তবে এর শিকড় ইতিহাসের গভীরে এমনকি ইসলামের আবির্ভাবের আগে পর্যন্ত বিস্তৃত।

অল্প সময়ের মধ্যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির উপর জোর দিয়ে রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আরও বলেন: ইরান ও সৌদি আরবের দৃঢ় ইচ্ছাশক্তির অধীনে, প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য অর্জিত হয়েছে এবং অল্প সময়ের মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এনায়াতি ইরান ও সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠকের কথা উল্লেখ করে বলেন: "আজ, তাদের নেতাদের বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে দুটি দেশ দুটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মেরু হিসেবে পরিচিত হয়েছে। দুটি দেশের মধ্যে অনেক মিল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইরান ও সৌদি আরব কেবল দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তুষ্ট নয় বরং সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চায়। উভয় দেশই এ অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করাকে তাদের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে মন্তব্য করেন রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।