বুধবার আমি ইরানের প্রেসিডেন্টের সাথে দেখা করব: ম্যাকরন
https://parstoday.ir/bn/news/event-i152298-বুধবার_আমি_ইরানের_প্রেসিডেন্টের_সাথে_দেখা_করব_ম্যাকরন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন তিনি বুধবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে স্ন্যাপব্যাক ইস্যু নিয়ে আলোচনা করবেন।
(last modified 2025-09-24T13:32:38+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১৯:২৭ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন তিনি বুধবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে স্ন্যাপব্যাক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

ইমানুয়েল ম্যাকরন আরও বলেন: আগামী সময়গুলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ভূমিকা ইরানের জন্য ভবিষ্যৎ নির্ণয়কারী হবে।

ম্যাকরন দাবি করেন যে ইরান তার প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য একা দায়ী, তবে তেহরান সংস্থাটির জন্য তাদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, পরমাণু কর্মসূচি সবসময়ই পশ্চিমাদের রাজনৈতিক চাপ এবং ভিত্তিহীন অভিযোগের মধ্যে ছিল এবং আছে। তিনি আরও বলেন পরবর্তী পদক্ষেপগুলো হবে নীতি নির্ধারক। তিনি দাবি করে বলেন: "ইরান হয় শান্তি ও জবাবদিহিতার পথে ফিরে আসার পদক্ষেপ নেবে নতুবা স্ন্যাপব্যাক প্রয়োগ করতে হবে।"

গতকাল (মঙ্গলবার), ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কালাসও বলেছেন: জাতিসংঘের নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি রোধ করতে হলে ইরানকে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার বিকেলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং ইউরোপীয় ত্রয়িকা পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাৎকালে ক্যালাস এই মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।