সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে পেজেশকিয়ানের বার্তা
https://parstoday.ir/bn/news/event-i152276-সৌদি_আরবের_বাদশাহ_এবং_ক্রাউন_প্রিন্সকে_পেজেশকিয়ানের_বার্তা
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষ্যে ভ্রাতৃপ্রতিম দেশটির বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং জনগণকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা দিয়েছেন।
(last modified 2025-09-23T14:53:16+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২০:৪৯ Asia/Dhaka
  • সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে পেজেশকিয়ানের বার্তা
    সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে পেজেশকিয়ানের বার্তা

পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষ্যে ভ্রাতৃপ্রতিম দেশটির বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং জনগণকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা দিয়েছেন।

দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি আরবের বাদশাহ "সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ"কে দেশটির জাতীয় দিবসের আগমনে অভিনন্দন জানিয়ে এক বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বার্তায় তিনি বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে অনেক মিল রয়েছে: ওই অভিন্ন বৈশিষ্ট্য দুটি মুসলিম জাতির বন্ধুত্বের একটি দৃঢ় ভিত্তি এবং সাধারণ বন্ধনকে শক্তিশালী করে। তিনি আরও লিখেছেন: আমি আশা করি যে তাদের মধ্যে প্রচেষ্টার আলোকে, আমরা সকল ক্ষেত্রে সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতি প্রত্যক্ষ করব।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং মন্ত্রী পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর উদ্দেশ্যে পাঠানো পৃথক আরেক বার্তায় আশাবাদ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, যৌথ প্রচেষ্টা এবং বিদ্যমান সক্ষমতার সর্বাধিক ব্যবহারের আলোকে, আমরা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়ন প্রত্যক্ষ করব।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।