সামুদ ফ্লোটিলা জাহাজের উপর ইহুদিবাদী ইসরাইলের আক্রমণ একটি বিপজ্জনক হুমকি: হামাস
-
ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস
পার্সটুডে-ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) আন্তর্জাতিক জলসীমায় গাজা উপত্যকার অবরোধ-ভঙ্গকারী ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজের ওপর দখলদার সেনাবাহিনীর ড্রোন হামলার নিন্দা জানিয়েছে।
হামাস এই পদক্ষেপকে গাজার অবরুদ্ধ জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার স্পষ্ট প্রচেষ্টা এবং একটি বিপজ্জনক হুমকি বলে অভিহিত করেছে।
ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) বুধবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে মুক্ত জলসীমায় ইহুদিবাদী সরকারের ড্রোন দ্বারা "সামুদ" ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করা একটি সন্ত্রাসী কাজ এবং একটি অত্যন্ত বিপজ্জনক আচরণ যা কনভয় এবং এর সহযোগী কর্মীদের বিরুদ্ধে তীব্র আগ্রাসনের পথ আরও প্রশস্ত করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে: গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য ত্রাণবাহী জাহাজগুলোকে বাধা দেওয়ার এই ইহুদিবাদী প্রচেষ্টা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত হত্যা এবং দুর্ভিক্ষ চাপানোর নীতির অংশ। হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, সংশ্লিষ্ট দেশ, মানবিক সংস্থা এবং জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই অপরাধের নিন্দা জানাতে এবং কনভয়ের জাহাজ ও ক্রুদের সুরক্ষা দিতে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।