১৩ বছরের আফগান কিশোরের অবিশ্বাস্য বিমান যাত্রা!
https://parstoday.ir/bn/news/event-i152248-১৩_বছরের_আফগান_কিশোরের_অবিশ্বাস্য_বিমান_যাত্রা!
উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের (চাকা রাখার স্থান) ভেতর লুকিয়ে কাবুল থেকে ভারতের দিল্লি পর্যন্ত পাড়ি দিয়েছে এক আফগান কিশোর। প্রায় দুই ঘণ্টার যাত্রার পর অক্ষত অবস্থায় নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছেছে ১৩ বছরের ওই কিশোর।
(last modified 2025-09-23T07:56:59+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১৩:৫১ Asia/Dhaka
  • আফগান কিশোরের অবিশ্বাস্য যাত্রা!
    আফগান কিশোরের অবিশ্বাস্য যাত্রা!

উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের (চাকা রাখার স্থান) ভেতর লুকিয়ে কাবুল থেকে ভারতের দিল্লি পর্যন্ত পাড়ি দিয়েছে এক আফগান কিশোর। প্রায় দুই ঘণ্টার যাত্রার পর অক্ষত অবস্থায় নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছেছে ১৩ বছরের ওই কিশোর।

ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল সোমবার দেশটির সংবাদ সংস্থাগুলো এ খবর জানিয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সকাল ১১টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

ক্যাম এয়ারলাইনসের আরকিউ-৪৪০১ ফ্লাইটটি কাবুল থেকে দিল্লিতে অবতরণের পর বিমানবন্দরের নিরাপত্তাকক্ষকে জানানো হয়, বিমানের কাছে এক কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। পরে এয়ারলাইনসের কর্মীরা কুন্দুজ শহরের বাসিন্দা ওই কিশোরকে আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায়, সে কাবুল বিমানবন্দরে সবার চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ে এবং উড়োজাহাজের পেছনের ল্যান্ডিং গিয়ারে উঠে পড়ে। নিছক কৌতূহলের বশেই সে এই কাজটি করেছে বলে জানায়।

কর্মকর্তারা জানান, এই ধরনের বিপজ্জনক যাত্রায় ঠান্ডা ও অক্সিজেনের অভাবে মাঝ আকাশে ওই কিশোরের মৃত্যুও হতে পারত। জিজ্ঞাসাবাদ শেষে ওই দিনই ফিরতি ফ্লাইটে আফগানিস্তানে ফেরত পাঠানো হয় তাকে।

পরে কাম এয়ারলাইনসের নিরাপত্তা কর্মকর্তারা বিমানটির ল্যান্ডিং গিয়ার তল্লাশি করে ওই কিশোরটির ফেলে যাওয়া লাল রঙের একটি ছোট স্পিকার খুঁজে পান। বিমানটিকে নিরাপদ ঘোষণা করার পর সেটি পরবর্তী যাত্রার জন্য রওনা দেয়।#

পার্সটুডে/জিএআর/২৩