ফ্রিডম ফ্লোটিলার বিরুদ্ধে ইসরাইলি যে-কোনো পদক্ষেপের জবাব দেব আমরা: স্পেন
https://parstoday.ir/bn/news/world-i152252-ফ্রিডম_ফ্লোটিলার_বিরুদ্ধে_ইসরাইলি_যে_কোনো_পদক্ষেপের_জবাব_দেব_আমরা_স্পেন
পার্সটুডে-স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন: গাজার দিকে অগ্রসরমান গ্লোবাল স্ট্যাবিলিটি ফ্লিটের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের যে-কোনো পদক্ষেপের জবাব দেবে মাদ্রিদ।
(last modified 2025-09-24T10:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১৫:৪৩ Asia/Dhaka
  • ফ্রিডম ফ্লোটিলার বিরুদ্ধে ইসরাইলি পদক্ষেপের জবাব দেব: স্পেন
    ফ্রিডম ফ্লোটিলার বিরুদ্ধে ইসরাইলি পদক্ষেপের জবাব দেব: স্পেন

পার্সটুডে-স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন: গাজার দিকে অগ্রসরমান গ্লোবাল স্ট্যাবিলিটি ফ্লিটের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের যে-কোনো পদক্ষেপের জবাব দেবে মাদ্রিদ।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজকে উদ্ধৃত করে বলেছে: মাদ্রিদ ফ্রিডম ফ্লোটিলার সকল সদস্যকে কূটনৈতিক এবং কনস্যুলার সহায়তা প্রদান করে। পার্সটুডে আরও জানায়, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বার্সেলোনায় শুরু হওয়া এই উদ্যোগের শান্তিপূর্ণ ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেছেন: "স্পেন অবাধ চলাচল, মত প্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী যে-কোনো পদক্ষেপের জবাব দেবে।"

আলভারেজ তিউনিসিয়ার জলসীমায় গ্লোবাল স্ট্যাবিলিটি ফ্লিটের জাহাজে (ইহুদিবাদী ইসরাইলের) সাম্প্রতিক ড্রোন হামলার সকল দিক সম্পর্কে প্রয়োজনীয় তদন্ত করার জন্য তিউনিসিয়ায় স্পেনীয় রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগেও স্পেন এবং আরও ১৬টি দেশ, নৌবহরের সদস্যদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছিল। বিবৃতিতে নৌবহরের সদস্যদের বিরুদ্ধে যে-কোনো অবৈধ বা সহিংস পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়। যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় জাহাজের ওপর হামলা চালানোসহ তাদেরকে অবৈধভাবে আটকানো হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘণের জন্য দায়ী হতে হবে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী সোমবার আরও বলেন: ২০২৪ সালের মে মাস থেকে, যখন স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। তখন থেকেই স্বীকৃতির পদক্ষেপ নেওয়া দেশগুলোর একটি বাস্তব ধারা শুরু হয় এবং এখন বিপুল সংখ্যক দেশ চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধানকে সমর্থন করে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানজেও এই বিষয়ে বলেছেন:মানবিক ত্রাণ-সহায়তা বহনকারী নৌবহর কোনও পক্ষের নিরাপত্তার জন্যই হুমকি নয় এবং আন্তর্জাতিক জলসীমায় এটিকে বাধা দেওয়ার কোনও অধিকার ইসরাইল সরকারের নেই।

এ প্রসঙ্গে, গাজার অবরোধ অবসানের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক কমিটি মনে করে ফ্রিডম ফ্লোটিলার যাত্রীদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সংহতির পক্ষ থেকে চাপ সৃষ্টি করাই একমাত্র উপায়। তারা ঘোষণা করেছে, "ইসরাইলি বর্ণবাদীদের বোঝা উচিত পরিস্থিতির ওপর বিশ্ব নজর রাখছে।"

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।