ক্ষেপণাস্ত্র শক্তির বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না: সরকারের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/event-i152270-ক্ষেপণাস্ত্র_শক্তির_বিষয়ে_ইরান_কোনো_ছাড়_দেবে_না_সরকারের_মুখপাত্র
ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য আমরা কারো কাছ থেকে অনুমতি নিই না এবং এই ইস্যুতে ছাড় দেব না। কারণ ক্ষেপণাস্ত্র ইরানের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।
(last modified 2025-09-24T10:57:38+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২০:১৪ Asia/Dhaka
  • মোহাজেরানি
    মোহাজেরানি

ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য আমরা কারো কাছ থেকে অনুমতি নিই না এবং এই ইস্যুতে ছাড় দেব না। কারণ ক্ষেপণাস্ত্র ইরানের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

ইরান সরকারের এই মুখপাত্র আরও বলেন, জনগণের নিরাপত্তা ইস্যুতে আমরা কারও অনুমতির প্রয়োজন বোধ করি না। ১২ দিনের যুদ্ধের সময় সবাই প্রত্যক্ষ করেছে যে জাতীয় সংহতির পাশাপাশি আমাদের ক্ষেপণাস্ত্র শক্তিই জনগণকে রক্ষা করেছে। একইভাবে আট বছরের প্রতিরক্ষা যুদ্ধ প্রমাণ করেছে, প্রয়োজনীয় সামরিক শক্তি ছাড়া কোনো দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না।

মোহাজেরানি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলো সফরের মাধ্যমে ঐসব দেশের প্রতি গুরুত্ব এবং বাণিজ্য খাতে বৈচিত্র্যময় কৌশল অবলম্বনের বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বলেছেন, জনগণ ও দেশের স্বার্থ নিয়ে ইরান সরকার কারও সঙ্গে কোনো আপস করে না।

চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখপাত্র জানান, ইরানের সঙ্গে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন সম্পর্ক রয়েছে এবং নিঃসন্দেহে কূটনীতি ইরানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।