ইরানের প্রেসিডেন্টের মিডিয়া টিমকে ভিসা দেয় নি হোয়াইট হাউজ
https://parstoday.ir/bn/news/world-i152258-ইরানের_প্রেসিডেন্টের_মিডিয়া_টিমকে_ভিসা_দেয়_নি_হোয়াইট_হাউজ
পার্সটুডে-মার্কিন সরকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের নিউ ইয়র্ক ভ্রমণ এবং জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য তার তথ্য ও মিডিয়া টিমের বেশিরভাগ সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।
(last modified 2025-09-24T10:57:35+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১৭:১৭ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট \
    মার্কিন প্রেসিডেন্ট \"ডোনাল্ড ট্রাম্প\"

পার্সটুডে-মার্কিন সরকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের নিউ ইয়র্ক ভ্রমণ এবং জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য তার তথ্য ও মিডিয়া টিমের বেশিরভাগ সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

মার্কিন সরকার সর্বদা মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহকে সমর্থন করার দাবি করে, অথচ তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য তথ্য ও মিডিয়া দলের বেশিরভাগ সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, এই বিধিনিষেধমূলক সিদ্ধান্তের ভিত্তিতে, পূর্ববর্তী বছরগুলোর বিপরীতে, মাত্র দু'জন ইরানি মিডিয়াকর্মী ভিসা পেতে সক্ষম হয়েছেন। ওই দুইজনই এখন ইরানের প্রেসিডেন্টের ভ্রমণ কর্মসূচি এবং সংবাদের বেশিরভাগ অংশ কভার করার চেষ্টা করবেন।

প্রেসিডেন্টদের কর্মসূচি সম্পূর্ণরূপে কভার করার জন্য সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের উপস্থিতি জাতিসংঘের সাধারণ পরিষদের নীতিমালার একটি অবিচ্ছেদ্য অংশ। অথচ আমেরিকা ইরানি মিডিয়াকর্মীদেরকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এই আন্তর্জাতিক সম্মেলনে ইরানি মিডিয়া টিমকে যোগদান করা থেকে বাদ দেওয়া ইরানের প্রতি আমেরিকার রাজনৈতিক ও বৈষম্যমূলক আচরণের আরেকটি লক্ষণ। এটি এমন এক আচরণ যা গণমাধ্যমের স্বাধীনতা এবং জাতিসংঘের নীতিমালার প্রতি অঙ্গীকারের দাবির স্পষ্ট বিরোধিতা।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।