তাইওয়ানে টাইফুনের আঘাতে কমপক্ষে ১৪ জন নিহত
-
তাইওয়ানে টাইফুন
পার্সটুডে-তাইওয়ানে টাইফুন রাগাসা'র (Ragasa) আঘাতে কমপক্ষে ১৪ জন নিহত এবং ১২০ জনেরও বেশি নিখোঁজ হয়েছেন।
প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া সুপার টাইফুনটি দক্ষিণ চীন এবং হংকংয়েও আঘাত হানে, যার ফলে এ অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
আজ (বুধবার) কিয়োডো নিউজ এজেন্সি আরও জানায়, তাইওয়ানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে দ্বীপের পূর্ব অংশে আঘাত হানা টাইফুন রাগাসার কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ১২৪ জন নিখোঁজ রয়েছে।
তাইওয়ানের মন্ত্রিপরিষদের এক মন্ত্রী লিউ শাই-ফ্যাং বলেছেন: হুয়ালিয়েনের একটি হ্রদ প্লাবিত হয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকটি সরকারি স্থাপনা এবং আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়োডো আরও যোগ করেছেন যে তাইওয়ানের কর্তৃপক্ষের মতে, ঝড়ে এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন।
টাইফুন রাগাসার আঘাতে হংকং এবং দক্ষিণ চীনের জনজীবন ব্যাহত হয়েছে।
একইসাথে, সংবাদ সংস্থা এএফপি আরও জানিয়েছে: গত রাতে, "সুপার টাইফুন" রাগাসা হংকং এবং দক্ষিণ চীনের কিছু অংশের জীবনযাত্রাকে ব্যাহত করেছে।
এএফপি আরও জানিয়েছে টাইফুন রাগাসার কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত। ওই ঝড়ের কারণে চীনা কর্তৃপক্ষকে দেশের দক্ষিণাঞ্চলীয় ১০টি শহরের স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে।
এএফপি আরও জানিয়েছে যে গত রাত ১০টার পর হংকং থেকে কোনও ফ্লাইট পরিচালনা করা হচ্ছে না এবং ক্যাথে প্যাসিফিক পূর্বে ঘোষণা করেছিল যে টাইফুন রাগাসার কারণে ৫০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।