যোগীকে খুনের হুমকির ঘটনায়
মহারাষ্ট্রে তরুণী গ্রেপ্তার! হোয়াট্সঅ্যাপ সূত্রেই ধরল মুম্বই পুলিশ
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। চব্বিশ বছর বয়সী তরুণী ফতেমা খানকে রবিবার দুপুরেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
শনিবার মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্সঅ্যাপ মারফত একটি খুনের হুমকি বার্তা এসেছিল। অচেনা একটি নম্বর থেকে হোয়াট্সঅ্যাপে বলা হয়েছিল, যোগী আদিত্যনাথ ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লে তার পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। ওই হুমকি বার্তার পরই মুম্বই পুলিশের জঙ্গিদমন শাখা এবং উল্লাসনগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। হোয়াট্সঅ্যাপের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় তরুণীকে।
পুলিশ সূত্রের খবর, ঠাণে জেলার উল্লাসনগরের বাসিন্দা তথ্যপ্রযুক্তিতে স্নাতক পাস ফতেমা। পরিবারের সঙ্গেই থাকেন সেখানে। গ্রেপ্তারের পর এরইমধ্যে জেরা শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। কী কারণে তিনি ওই খুনের হুমকি বার্তা দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ফতেমাকে প্রাথমিক জেরার পর পুলিশের অনুমান, তার মানসিক কিছু সমস্যা থাকতে পারে।
সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় লরেন্স বিশ্নোইয়ের দুষ্কৃতীদল জড়িত থাকার কথা উঠে এসেছে। লরেন্সের দলের কোনও যোগ সত্যিই ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এর মধ্যে যোগীকে খুনের হুমকি বার্তা আসে পুলিশের কাছে। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটের প্রচারে মহারাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে যোগীর। তার আগে সিদ্দিকির পরিণতির কথা উল্লেখ করে এই হুমকি বার্তা আসায় নড়েচড়ে বসেছিল মুম্বই পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণীকে। যদিও কী উদ্দেশ্য নিয়ে এই হুমকি, তা এখনও স্পষ্ট নয়।#
পার্সটুডে/জিএআর/৩