জট কাটছে না, অঙ্ক কষছে তিন শরিক
মুখ্যমন্ত্রীর শপথের পর জটিলতা মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে
ভারতের মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে জটিলতা এখনও কাটেনি। টানা ১২ দিনের টানাপোড়েনের পর গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। তার সঙ্গে শপথ নিয়েছেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার আর কোনও সদস্য শপথ নেননি। আসলে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে ঐক্যমতে পৌঁছলেও মহাজোটের তিন শরিক মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
মহাজোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভার সম্প্রসারণ চলতি মাসেই হতে পারে। শিণ্ডেসেনার একটি সূত্র জানিয়েছে, উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণে রাজি হলেও স্বরাষ্ট্র ও নগর উন্নয়ন বিষয়ে এখনও অনড় শিণ্ডে।
তবে বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে দপ্তর বণ্টনের সময় নতুন করে ‘সমস্যা’ মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মহারাষ্ট্রে ১৪৯টি আসনে লড়াই করে ১৩২টি আসনে জিতেছে বিজেপি। এছাড়াও একনাথ শিণ্ডের শিব সেনা ৫৭টি এবং অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি ৪১ আসনে জয়ী হয়।
দপ্তর বণ্টনের হিসাব অনুযায়ী, মোট ৪৩ টি মন্ত্রণালয়ের মধ্যে ২৪টিই থাকবে বিজেপির হাতে। ৫৭ জন বিধায়ক থাকা শিণ্ডে সেনার হাতে থাকবে ১০টি মন্ত্রণালয়। ৯টি পাবে এনসিপি। হিসাব ঠিক থাকলেও মূল সমস্যার জায়গা হচ্ছে কারা কোন দপ্তর পাবেন।
দেবেন্দ্র ফড়ণবিসও মেনে নিয়েছেন, মন্ত্রিসভার বণ্টন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ফড়ণবিসের বক্তব্য, 'মন্ত্রণালয় চূড়ান্ত করার আগে আরও একবার বৈঠক করতে হবে আমাদের।' শোনা যাচ্ছে, শীতকালীন অধিবেশনের আগেই এই জটিলতা মেটাতে চাইছে বিজেপি।#
পার্সটুডে/জিএআর/৬