জুন ২৭, ২০২৪ ০৯:৪৩ Asia/Dhaka
  • হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেল ইসরাইলি জাহাজ

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী আরব সাগরে ইহুদিবাদী ইসরাইলের একটি জাহাজে "হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র" দিয়ে হামলা করার ফুটেজ প্রকাশ করেছে। গতকাল (বুধবার) ইয়েমেনি বাহিনী ভিডিওটি প্রকাশ করেছে। 

হাতেম-টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি সেনারা ইসরাইলি জাহাজে আঘাত করে এবং যে জাহাজটিতে হামলা চালানো হয়েছে তার নাম "এমএসসি সারাহ ভি"। এই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো এমন অভিযান পরিচালনা করা হলো। 

এক বিবৃতিতে বলা হয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুলভাবে জাহাজটিতে আঘাত করা হয়। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে- এই ক্ষেপণাস্ত্রে রয়েছে সলিড ফুয়েল প্রপালশন, ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এবং চলার সময় ক্ষেপণাস্ত্রটি গতিপথ পরিবর্তন করতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিভিন্ন রেঞ্জের হাতেম-টু ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি প্রজন্ম রয়েছে এবং ইয়েমেনি সামরিক কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৭

ট্যাগ