জুন ২৭, ২০২৪ ১৪:৫৬ Asia/Dhaka
  • রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত, আহত ১৬

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরাইলের এক সেনা নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছে। জেনিন শরণার্থী শিবিরের কাছে আজ (বৃহস্পতিবার) সকালের দিকে এই ঘটনা ঘটে বলে সামরিক বাহিনী জানিয়েছে। 

নিহত সেনার নাম ক্যাপ্টেন অ্যালেন সাকগিউ। ২২ বছর বয়সী এ সেনা ইসরাইলের কেফির ব্রিগেডের স্নাইপার স্কোয়াডের কমান্ডার ছিল। হামাস যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী সেনারা গতরাতে জেনিন শরণার্থী শিবিরের কাছে আগ্রাসন চালায়। 

বর্বর ইহুদিবাদী সেনারা এ ঘটনা তদন্ত করছে এবং প্রাথমিক তদন্ত শেষে তারা জানিয়েছে, সৈন্যবাহী একটি গাড়ি রাস্তায় পেতে রাখা বোমায় আঘাত করলে তাতে বিস্ফোরণ ঘটে এবং কয়েকজন সেনা আহত হয়। আহত সেনাদেরকে উদ্ধারে বাড়তি সেনারা ঘটনাস্থলে এগিয়ে গেলে সেখানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ক্যাপ্টেন সাকগিউ নিহত এবং আরো কয়েকজন সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হামলার দায়িত্ব স্বীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৭

ট্যাগ