নিহতদের বেশিরভাগ নারী, শিশু ও বৃদ্ধ
গাজায় ৪৮ ঘণ্টার ইসরাইলি পাশবিকতায় ৯৭০ ফিলিস্তিনির শাহাদাত
গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নতুন করে চালানো পাশবিকতায় মাত্র ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অন্তত ৯৭০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার গভীর রাত থেকে বর্বর ইহুদিবাদী বাহিনী গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর পাশবিক হামলা শুরু করে।
ওই হামলার আগে গত ১৭ মার্চ পর্যন্ত গাজার বিরুদ্ধে ইসরাইলের ১৫ মাসব্যাপী গণহত্যামূলক যুদ্ধে ৪৮,৫৭৭ ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন। গত দু’দিনের আগ্রাসনে শহীদদের এই কাতারে আরো ৯৭০ জন যুক্ত হওয়ার ফলে এই সংখ্যা ৪৯,৫৪৭ জনে পৌঁছেছে। হতভাগ্য এসব মানুষের বেশিরভাগ নারী, শিশু ও বৃদ্ধ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দু’দিনের ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত একজন বিদেশি কর্মী নিহত ও অপর পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, ইসরাইল বুধবার গাজার দেইরাল বালায় জাতিসংঘের দপ্তরে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।
গাজায় জাতিসংঘের অফিস ফর প্রোজেক্ট সার্ভিস বা ইউএনওপিএস- এর নির্বাহী পরিচালক জোর্গে মোরেইরা দা সিলভা বলেছেন, তিনি তার সংস্থার একজন স্টাফের নিহত হওয়ার ঘটনায় ‘বিস্মিত ও বিধ্বস্ত’ হয়েছেন।
বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় নিহত জাতিসংঘের কর্মীকে তাদের নাগরিক বলে উল্লেখ করেছে।
ইহুদিবাদী যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, গাজায় নারী ও শিশুদের গণহারে নিহত হওয়া কেবল গল্পের শুরু। সে দাবি করেছে, গাজার বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন নতুন করে শুরু হতে যাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।