ইসরাইলকে ইতালীয় সাবেক কোচের বার্তা: ফিলিস্তিনে শিশু হত্যা বন্ধ করুন
জুন ০৭, ২০২৫ ২০:২৬ Asia/Dhaka
-
রোবের্তো মানচিনি
পার্সটুডে: ইতালির সাবেক জাতীয় দলের কোচ রোবের্তো মানচিনি গাজায় ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনি শিশু হত্যার নিন্দা জানিয়েছেন।
সৌদি আরব ও ইতালির সাবেক এই কোচ একটি ভিডিও বার্তায় গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, "আমি আশা করি গাজায় যুদ্ধ শিগগিরই শেষ হবে। আপনারা সাধারণ মানুষ ও পরিবার এবং এমন শিশুদের লক্ষ্যবস্তু করতে পারেন না, যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্কই নেই।"
রোবের্তো মানচিনি আরও বলেছেন, "এই দুর্ভোগকে গ্রহণযোগ্য করার জন্য কোনো যুক্তিই যথেষ্ট নয়। যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে নিরীহ মানুষই এর সবচেয়ে বড় মূল্য দেয়।"
রোবের্তো মানচিনি বর্তমানে ইতালি জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। #
পার্সটুডে/এমএআর/৭
ট্যাগ