চলমান ইরান: দ্বাদশ সংসদের কার্যক্রম শুরু; দৈনিক তেল রপ্তানি ২০ লাখ ব্যারেল ছাড়ালো
(last modified Mon, 27 May 2024 12:49:50 GMT )
মে ২৭, ২০২৪ ১৮:৪৯ Asia/Dhaka
  • ইরানের জাতীয় সংসদ
    ইরানের জাতীয় সংসদ

সম্প্রতি মার্কিন সিনেট স্বীকার করেছে ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে ৬০০ নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও এই পণ্যটির দৈনিক রপ্তানি তিন লাখ ব্যারেল থেকে বেড়ে ২০ লাখ ব্যারেলে পৌঁছেছে।

আজ (সোমবার) যাত্রা শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর বার্তা পাঠের মধ্যদিয়ে নয়া সংসদের কার্যক্রম শুরু হয়। ইরানের সংবিধানের ৬৭ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে সংসদ সদস্যরা আমানতদারি ও তাকওয়ার ভিত্তিতে জনগণের প্রতিনিধিত্ব করার শপথ নিয়েছেন।  

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু

ইসলামী প্রজাতন্ত্র ইরান নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। জুন মাসের শেষ দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল (রোববার) স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদ একটি ডিক্রি জারি করেছেন যাতে তিনি বিভিন্ন প্রদেশের গভর্নরকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য তিন দিনের মধ্যে নিজ নিজ এলাকায় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।  ইরানের সংবিধানের ১৩১ নম্বর ধারায় বলা হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যু হলে অথবা তিনি দায়িত্ব পালন করতে অক্ষম হলে ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নতুন প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হবেন।

তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের শ্রদ্ধা নিবেদন এবং স্মারক বইয়ে স্বাক্ষর

ইরানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিদেশি মিশন ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা  তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তারা স্মারক বইয়ে সই করেন এবং শহীদ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক ও মতবিনিময়ের বিষয়ে স্মৃতিচারণ করেন। তারা সবাই ঐ দুই শহীদের আচার-আচরণের ভূয়সী প্রশংসা করেন।

ইউরোপে ইরানি পেস্তা রপ্তানির ১৭ শতাংশ বৃদ্ধি

ইউরোপের পরিসংখ্যান কেন্দ্র ঘোষণা করেছে, চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপীয় ইউনিয়নে ইরানের পেস্তা রপ্তানি ১৭ শতাংশ বেড়ে ৩ কোটি ৪০ লাখ ইউরোতে পৌঁছেছে। ইরান থেকে পেস্তার সবচেয়ে বড় আমদানিকারক দেশ জার্মানি৷

ইরান এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাবে

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আলী বাকেরি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের শাহাদাতের পর বলেছেন, ইরান এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে এবং প্রতিবেশীদের সাথে অর্থনৈতিক খাতসহ সব অঙ্গনে সহযোগিতা জোরদারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে।

পাকিস্তান ইরানের সঙ্গে তার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দুর্বল হতে দেবে না

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির সাথে টেলিফোনালাপে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন- তার দেশের সরকার, সশস্ত্র বাহিনী এবং গোটা পাকিস্তানি জাতি সব সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে এবং কোনো বিজাতীয় শক্তিকে এই ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক দুর্বল করার সুযোগ দেওয়া হবে না।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি বেড়েছে

ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, সম্প্রতি মার্কিন সিনেট স্বীকার করেছে ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে ৬০০ নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও এই পণ্যটির দৈনিক রপ্তানি তিন লাখ ব্যারেল থেকে বেড়ে ২০ লাখ ব্যারেলে পৌঁছেছে। এ প্রসঙ্গে ইংরেজি পত্রিকা ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে লিখেছে, ইরানের তেল রপ্তানি গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং দেশটি সাড়ে তিন হাজার কোটি ডলার আয় করেছে।

বৈশ্বিক উৎপাদন হ্রাস সত্ত্বেও ইরানের ইস্পাত উৎপাদন ৭ শতাংশ বৃদ্ধি

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে ঘোষণা করেছে, বৈশ্বিক উৎপাদন হ্রাস পাওয়া সত্ত্বেও ইরানের অপরিশোধিত ইস্পাত উৎপাদন চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইরান প্রায় এক কোটি ৩ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে বিশ্বের ইস্পাত উৎপাদনকারী শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান করে নিয়েছে। বিশ্বের ৭১টি দেশ ইস্পাত উৎপাদন করে

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ