হোয়াইট হাউস থেকে কী ধরণের ফাইল পেয়েছে মোসাদ: ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন
https://parstoday.ir/bn/news/iran-i150418-হোয়াইট_হাউস_থেকে_কী_ধরণের_ফাইল_পেয়েছে_মোসাদ_ইরানি_পররাষ্ট্রমন্ত্রীর_প্রশ্ন
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাস্যকর মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২৫ ১৮:০৭ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাস্যকর মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

পার্সটুডে’র রিপোর্ট অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, "ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় দুই বছর আগে গাজায় বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ফলাফল কী হয়েছে? ফলাফল হলো- এক সামরিক দুঃস্বপ্নে প্রবেশ করেছে। একই সঙ্গে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং হামাসে নতুন করে দুই লাখ যোদ্ধা যোগ দিয়েছে।"

আরাকচি আরও বলেন, "ইরানের ক্ষেত্রেও নেতানিয়াহুর একধরনের দিবাস্বপ্ন ছিল যে, সে ৪০ বছরের বেশি সময় ধরে গড়ে ওঠা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অর্জন ধ্বংস করে দিতে পারবে। কিন্তু বাস্তবতা হলো— তার এজেন্টরা যে ইরানি বিজ্ঞানীদের শহীদ করেছে, তাদের প্রত্যেকেরই শত শত দক্ষ ছাত্র রয়েছে এবং সেই ছাত্ররাই খুব শিগগিরই নেতানিয়াহুকে দেখিয়ে দেবে তাদের সক্ষমতা।"

ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, "নেতানিয়াহুর ঔদ্ধত্য এখানেই থেমে থাকেনি। তারা ইরানের বিরুদ্ধে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গোপন ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে। এমন ঘাঁটি যেগুলো নেতানিয়াহু আজও প্রকাশ করেননি। এরপরই নেতানিয়াহু তার ‘বাবার’ (মার্কিন যুক্তরাষ্ট্রের) কাছে পালিয়ে গেল। এখন সে এমন ঔদ্ধত্য দেখাচ্ছে, যেন সে আমেরিকাকে শেখাচ্ছে ইরানের সঙ্গে আলোচনায় কী বলা উচিত, কী নয়, কী করতে হবে, আর কী করতে হবে না।"

আরাকচি বলেন, "একজন অভিযুক্ত যুদ্ধাপরাধীর কথায় ইরান কান দেবে— এই ভাবনাটাই হাস্যকর। কিন্তু এ ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে— 'নেতানিয়াহু ঠিক কী ধরনের চাপে আছে? মোসাদের কাছে ঠিক কী ধরনের ফাইল আছে যা হোয়াইট হাউজ থেকে বেরিয়েছে?'

নেতানিয়াহু বিষয়ক আরাকচির পোস্টে বিদেশি ব্যবহারকারীদের প্রতিক্রিয়া

আরাকচির এক্স পোস্টে বহু বিদেশি নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা গাজায় ইসরায়েলের পরাজয়, ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যর্থতা এবং মার্কিন সহায়তায় ইসরায়েলের নির্ভরশীলতা বিষয়ে আরাকচির বক্তব্যকে সমর্থন করেছেন। তারা একমত হয়েছেন যে, ইসরায়েল ও আমেরিকা ইরানের বিরুদ্ধে একসঙ্গে কাজ করছে।

তারা আরাকচির পোস্টে উত্থাপিত দুটি প্রশ্নের জবাবে এই ইঙ্গিত করেছেন যে, এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে "এপস্টিনের যৌন কেলেঙ্কারি মামলার ফাইলে"।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।