মার্চ ০৪, ২০২২ ১৬:৫৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সামরিক সংঘাতের রাজনৈতিক সমাধান চেয়েছেন। তিনি বলেছেন, ইরানের অবস্থান হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে এবং মানবিক সহায়তা দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক রেডক্রসকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রধান পিটার মাওরার-এর সঙ্গে এক টেলিফোন আলাপে এই ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এসময় তারা ইউক্রেনের সীমান্ত অঞ্চলে ত্রাণ বিতরণ এবং ইয়েমেন ও আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সংকট রাজনৈতিকভাবে সমাধানের ওপর জোর দিয়ে বলেন, 'যুদ্ধ কোনো সমাধান নয়।"

ইউক্রেন সংঘোতের ক্ষতচিহ্ন

তিনি বলেন, এই সংঘাত শুরুর পরপরই ইউক্রেনে অবস্থানরত সমস্ত নাগরিককে ফিরিয়ে আনতে এবং মানবিক পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করেছে

ফোনালাপের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক রেডক্রস এবং ইরানি রেড ক্রিসেন্টের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আহ্বান জানান

টেলিফোন আলাপে রেডক্রস সভাপতি রাশিয়া এবং ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। এসব আলোচনায় হতাহত সেনাদের সরিয়ে নেয়া এবং বন্দিদের কাছে রেডক্রসের প্রবেশাধিকারের বিষয় নিয়ে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে বলে জানান। তিনি বলেন, ইউক্রেনের পরিস্থিতি ক্রমেই জটিল এবং কঠিন হয়ে পড়ছে#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ