এপ্রিল ০১, ২০২২ ০৬:৪৯ Asia/Dhaka
  • তুনশি সম্মেলনে ভাষণ দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    তুনশি সম্মেলনে ভাষণ দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আফগান সংকট নিরসনের লক্ষ্যে একটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা তৈরির পাশাপাশি আফগানিস্তানে একটি ব্যাপকভিত্তিক জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। চীনের তুনশি শহরে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে দেয়া ভাষণে বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আফগানিস্তানের ওপর বিদেশি দখলদারিত্ব এবং মার্কিন দখলদারদের ভুল নীতিকে দেশটির চলমান সংকটের মূল কারণ হিসেবে অভিহিত করা যায়।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দখলদারিত্বের সময় আফগানিস্তানের কোনো উন্নয়ন তো হয়ইনি বরং দেশটিকে এতটা পরনির্ভরশীল করে রাখা হয়েছে যে, দখলদাররা চলে যাওয়া মাত্র আফগানিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো এক মুহূর্তে ভেঙে পড়েছে। আর এই গোটা প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের জনগণ।

আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিস্তারের আশঙ্কা প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটিকে আবার সন্ত্রাসবাদের সূতিকাগার বানানোর জন্য আমেরিকা পরিকল্পনা তৈরি করছে। তিনি আরো বলেন, আজ আমেরিকা আফগানিস্তানের পুনর্গঠনে অংশগ্রহণ করতে চায় অথচ দেশটির ওপর ২০ বছরের দখলদারিত্বের সময় এই আমেরিকা আফগানিস্তানের জনগণের স্বার্থে কোনো কাজ করেনি।

তুনশি সম্মেলনের অবকাশে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য প্রতিবেশী দেশগুলোকে নিয়ে একটি নিরাপত্তা সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা যায়।সেইসঙ্গে আফগান জনগণকে সাহায্য করার জন্য প্রতিবেশী দেশগুলো একটি তহবিল গঠন করতে পারে।

তবে তিনি একথা জোর দিয়ে উল্লেখ করেন যে, আফগানিস্তানে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের বিকল্প নেই যেখানে সব দল ও মতের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। সেরকম সরকার গঠিত না হলে আফগান সংকট নিরসনের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে বলে আব্দুল্লাহিয়ান উল্লেখ করেন।

তুনশি সম্মেলনে ইরান, পাকিস্তান, চীন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। বুধবার শুরু হওয়া দু’দিনব্যাপী এ সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ