সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
(last modified Mon, 18 Apr 2022 00:36:05 GMT )
এপ্রিল ১৮, ২০২২ ০৬:৩৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক রোববার সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে তার সঙ্গে কথা বলেন।

তিনি সুইডেনে ড্যানিশ উগ্রপন্থি একটি গোষ্ঠীর হাতে মহান আল্লাহর কালামে পাকের অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বাক স্বাধীনতার অপব্যবহার করে মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা কিছুতেই মেনে নেয়া যায় না। মহাপরিচালক বলেন, বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাকে কোনো অবস্থায় বাক স্বাধীনতার নামে চালিয়ে দেয়ার সুযোগ নেই।

পুলিশি প্রহরায় কুরআনের কপিতে আগুন দেয় কুলাঙ্গার পালুদান

সুইডেনে ডেনমার্কের উগ্র চরমপন্থী স্টার্ম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান পুলিশের সহযোগিতায় পবিত্র কুরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করেছে।

পালুদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কুরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়।

রোববার সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আরো বলেন, এই জঘন্য ন্যক্কারজনক ঘটনার ব্যাপারে সুইডিশ সরকার কোনো অবস্থায় নিজের দায় এড়াতে পারে না। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানান। বৈঠকে সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স তার দেশে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, তিনি ইরানের প্রতিবাদের বিষয়টি স্টকহোম সরকারের কাছে পৌঁছে দেবেন।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।